January 11, 2014

মুলার আধুনিক চাষাবাদ পদ্ভতি

মুলার আধুনিক চাষাবাদ পদ্ভতি
মূলা একটি পুষ্টিকর সবজি হলেও অনেকেই মূলা খতে পছন্দ করেন নামূলাতে প্রচুর পরিমাণে ক্যারোটিন তথা ভিটামিন এ, ক্যালসিয়াম ও লৌহ রয়েছেএ দেশে মূলার আবাদ দিন দিন বাড়ছেবিশেষ করে অমৌসুমে মূলা আবাদের দিকে চাষিরা ঝুঁকে পড়েছেন


জমি ও মাটি
উঁচু, মাঝারি উঁচু ও মাঝারি নিচু জমিতে মূলা চাষ করা যায়সুনিষ্কাশিত বেলে দোয়াশ মাটি মূলা চাষের জন্য ভাল এটেল মাটিতে মূলার বাড় বাড়তি কম হয়মূলা চাষের জন্য জমি গভীরভাবে ধুলো ধুলো করে চাষ করতে হয়ছাই ও জৈব সার বেশী ব্যবহারে মূলার বাড় বাড়তি ভাল হয়

জাত
একসময় জাপানের বিখ্যাত তাসাকি সান জাতের মূলার মাধ্যমে এ দেশে উচ্চফলনশীল মূলার আবাদ শুরু হলেও এখন মূলার প্রায় ২৫টি জাত চাষ হচ্ছেআসছে নিত্য নতুন স্বল্প জীবনকালের অধিক ফলনশীল হাইব্রিড জাত উল্লেখযোগ্য জাত সমূহ হল বারি মূলা ১, বারি মূলা ২, বারি মূলা ৩, এভারেষ্ট, হোয়াইট প্রিন্স, বিপ্লব ৯৪, হিমালয় এফ১, সুপার ৪০, মুক্তি এফ১, তাসাকী, কুইক ৪০, রকি ৪৫, হোয়াইট রকেট, হোয়াইট ৪০, জি চেটকি, সুফলা ৪০, বিএসবিডি ২১০১ এফ১, আনারকলি, দুর্বার, রকেট এফ১, সামার বেষ্ট এফ১, হ্যাভেন এফ১, মিনো আর্লি লং হোয়াই, বরকতি ৪০ এফ১, পাইলট এফ১, সিগমা ৪০ ইত্যাদিনিচে মূলার বিভিন্ন জাতের সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হল-

বারিমূলা ১ (তাসাকিসান)- ভাদ্র থেকে কার্তিক মাসে বীজ বুনতে হয়বীজ বোনার ৪০-৪৫ দিন পর থেকেই মূলা তোলা যায়মূলার রঙ ধবধবে সাদা, বেলুনাকৃতি, লম্বা ও বড়, দৈর্ঘ্যে প্রায় ৩৫ সেন্টিমিটার, প্রতিটি মূলার গড় ওজন ১ কেজিদেশী মূলার মত অত ঝাঁঝ নেই প্রতি হেক্টরে ফলন ৬৫-৭০ টন
বারিমূলা ২ (পিংকী)- ভাদ্র থেকে কার্তিক মাসে বীজ বুনতে হয়বীজ বোনার ৪০-৪৫ দিন পর থেকেই মূলা তোলা যায়মূলার রঙ লালচে, নলাকৃতি, দৈর্ঘ্যে প্রায় ২৫-৩০ সেন্টিমিটার, মধ্যমাকার, প্রতিটি মূলার গড় ওজন ৯০০ গ্রামশাক খাওয়ার উপযুক্তপ্রতি হেক্টরে ফলন ৬৫-৭০ টন

বারিমূলা ৩ (দ্রুতি)- ভাদ্র থেকে কার্তিক মাসে বীজ বুনতে হয়বীজ বোনার ৪০-৪৫ দিন পর থেকেই মূলা তোলা যায়মূলার রঙ সাদা, নলাকৃতিপাতার কিনারা ঢেউ খেলানো মূলার অর্ধেক অংশ মাটির উপরে থাকেপ্রতিটি মূলার গড় ওজন ৪০০-৬০০ গ্রাম প্রতি হেক্টরে ফলন ৪০-৪৫ টনজীবনকাল ৪০-৪৫ দিনরোগ পোকার আক্রমণ প্রতিরোধীএ দেশের আবহাওয়ায় ভাল বীজ উপাদন করা যায়প্রতি হেক্টরে প্রায় ১.২-১.৩ টন বীজ পাওয়া যায়

এভারেষ্ট এফ১- সারা বছর চাষ করা যায়একই জমিতে একই মৌসুমে ৩ বার চাষ করা যায়সহজে ফুল আসেনাবীজ বোনার ৪০-৪৫ দিন পর থেকেই মূলা তোলা যায়মূলার রঙ সাদা, নলাকৃতি, ছোট আকারের, প্রতিটি মূলার গড় ওজন ৪০০-৫০০ গ্রামশাক খাওয়ার উপযুক্তপ্রতি হেক্টরে ফলন ৫০-৬০ টন
হোয়াইট প্রিন্স এফ১- মধ্য শ্রাবণ থেকে ভাদ্র মাসে বীজ বুনতে হয়বীজ বোনার ৪০-৪৫ দিন পর থেকেই মূলা তোলা যায়আগাম, দ্রুত বর্ধনশীল, ঝাঁঝহীন ও সুস্বাদু, প্রতিটি মূলার গড় ওজন ৩০০-৪০০ গ্রামশাক খাওয়ার উপযুক্তপ্রতি হেক্টরে ফলন ৫০-৬০ টন
মিনো আর্লি লং হোয়াইট- আশ্বিন থেকে অগ্রহায়ণ মাসে বীজ বুনতে হয় ও পৌষ ফাল্গুনে মূলা ওঠেবীজ বোনার ৪০-৪৫ দিন পর থেকেই মূলা তোলা যায়মূলা লম্বা, সাদা, গ্রীস্মকালে ভাল হয়প্রতিটি মূলার গড় ওজন ২৫০-৪০০ গ্রামপ্রতি হেক্টরে ফলন ৪০-৫০ টন

বীজ হার ও বপন
আশ্বিন থেকে কার্তিক মাসের মধ্যেই অধিকাংশ মূলার বীজ বপন করা হয়প্রতি হেক্টরে বপনের জন্য ২.৫-৩.০ কেজি বীজের প্রয়োজন হয়সাধারণতঃ ছিটিয়ে বীজ বপন করা হয়তবে সারিতে বপন করলে পরিচর্যার সুবিধে হয়সারিতে বুনতে হলে এক সারি থেকে আর এক সারির দূরত্ব দিতে হবে ২৫-৩০ সেমি.

সারের মাত্রা
সারের নাম সারের পরিমাণ
প্রতি শতকে প্রতি হেক্টরে
ইউরিয়া ১.২-১.৪ কেজি ৩০০-৩৫০ কেজি
টি এস পি ১.০- ১.২ কেজি ২৫০-৩০০ কেজি
এমওপি ০.৮৫-১.৪ কেজি ২১৫-৩০০ কেজি
গোবর ৩২-৪০ কেজি ৮-১০ টন

সার প্রয়োগ পদ্ধতি
জমি তৈরির সময় সবটুকু জৈব সার, টিএসপি ও অর্ধেক এমওপি সার মাটির সাথে মিশিয়ে দিতে হবেইউরিয়া ও বাকি অর্ধেক এমওপি সার সমান ২ কিসি-তে ভাগে ভাগ করে বীজ বপনের পর তৃতীয় ও পঞ্চম সপ্তাহে ছিটিয়ে সেচ দিতে হবেমূলার বীজ উপাদন করতে হলে জমিতে অবশ্যই বোরন সার হিসেবে বোরিক পাউডার/বোরক্স ব্যবহার করতে হবেপ্রতি হেক্টরে ১০-১৫ কেজি বোরিক এসিড/বোরাক্স দিলেই চলে

পরিচর্যা
বীজ বপনের ৭-১০ দিন পর অতিরিক্ত চারা তুলে পাতলা করে দিতে হবে৩০ সেমি. দূরত্বে একটি করে চারা রাখা ভালমাটিতে রস কম থাকলে সেচ দিতে হবেপ্রতি কিসি-র সার উপরি প্রয়োগের পর পরই সেচ দিতে হবেআগাছা পরিষ্কার করে দিতে হবেমাটি শক্ত হয়ে গেলে নিড়ানী দিয়ে মাটির উপরের চটা ভেঙ্গে দিতে হবে

পোকামাকড় ব্যবস্থাপনা
অনেক সময় মূলা পাতার বিট্‌ল বা ফ্লি বিট্‌ল পাতা ছোট ছোট ছিদ্র করে খেয়ে ক্ষতি করেএ ছাড়া করাত মাছি বা মাস্টার্ড সফ্লাই, বিছা পোকা ও ঘোড়া পোকা পাতা খায়বীজ উপাদনের সময় ক্ষতি করে জাব পোকা

রোগ ব্যবস্থাপনা
মূলা পাতায় অল্টারনারিয়া পাতায় দাগ একটি সাধারণ সমস্যাএছাড়া হোয়াইট স্পট বা সাদা দাগ রোগও দেখা যায়

ফসল সংগ্রহ ও ফলন
মূলা শক্ত হয়ে আঁশ হওয়ার আগেই তুলতে হবেঅবশ্য এখন হাইব্রিড জাতসমূহ আসাতে এ সম্ভাবনা অনেক কমে গেছেতবুও কচি থাকতেই মূলা তুলে ফেলতে হবেএতে বাজার দাম ভাল পাওয়া যায় এবং স্বাদও ভাল থাকেজাতভেদে হেক্টও প্রতি ফলন হয় ৪০-৬০ টন

January 6, 2014

রোপা আমনে বিআর ১১ এর বিকল্প উফশী জাত ব্রি ধান ৪৯



রোপা আমনে বিআর ১১ এর বিকল্প উফশী জাত ব্রি ধান ৪৯ 




জাত উদ্ভাবন 
ব্রি ধান৪৯ এর কৌলিক সারি নং-বিআর৬৫৯২-৪-৬-৪এ কৌলিক সারি ব্রি উদ্ভাবিত অগ্রবর্তী সারি বিআর৪৯৬২ -১২-৪-১ এর সাথে আইআর ৩৩৩৮০-৭-২-১-৩ এর সংকরায়নের মাধ্যমে উদ্ভাবিতকৌলিক সারিটি প্রজনন প্রক্রিয়ায় পরীক্ষা-নিরীক্ষা ও দেশের বিভিন্ন অঞ্চলে রোপা আমন মৌসুমে বিআর১১ জাতের চাষাবাদ উপযোগী এলাকায় ফলন পরীক্ষায় সন্তোষজনক হওয়ায় উফশীজাত হিসাবে ছাড়করণের জন্য চুড়ান্তভাবে নির্বাচন করা হয়২০০৮ সালে জাতীয় বীজ বোর্ড এই অগ্রবর্তী কৌলিক সারিটিকে দেশের বিআর১১ জাতের চাষাবাদ উপযোগী এলাকায় উচ্চ ফলনশীল জাত হিসাবে ব্রি ধান ৪৯নামে সারাদেশে রোপা আমন মৌসুমে চাষাবাদের জন্য অনুমোদন দেয়
বৈশিষ্ট্য 

  • অঙ্গজ অবস্থায় গাছের আকার প্রায় বিআর১১ জাতের মত, তবে বিআর১১ এর চেয়ে খাটো
  • পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা ১০০-১০৪ সেন্টিমিটার
  • এ জাতের জীবনকাল বিআর১১ এবং ভারতীয় স্বর্ণা জাতের চেয়ে ৭-১০ দিন আগাম অর্থা ১৩২-১৩৫ দিন
  • ধানের শীষে দানাগুলো খুব ঘনভাবে সজ্জিত থাকেপাকা ধানের রং খড়ের মত
  • ধানের দানা বিআর১১ এবং ব্রি ধান৩২ জাতের ধানের চেয়ে চিকনরান্না করা ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু
  • ব্রি ধান ৪৯ উপযুক্ত পরিচর্যা পেলে ৫.০ টন থেকে ৫.৫ টন পর্যন্ত ফলন দেয়
বিশেষগুণ 
  • ব্রি ধান৪৯ ঢলে পড়া প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন
  • ফুল আসার সময়কাল ৫-৭ দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যায় বলে বিআর১১ এর চেয়ে সবগুলো শিষ একসাথে পাকে
  • ব্রি ধান৪৯ এর জীবনকাল ব্রআর১১ এবং স্বর্ণার চেয়ে কম বলে দেশের উত্তরাঞ্চলে গম, আলু ও রবিশস্যের চাষ এবং দক্ষিণাঞ্চলে আগাম বোরো চাষ করা যাবেএজন্য আষাঢ় মাসের ১ তারিখে বীজ বপন করে কার্তিক মাসের মাঝামাঝি সময়ে ফসল কাটা যাবে
  • ব্রি ধান৪৯ এর চালের আকৃতি দেশে জনপ্রিয় সনাতন সরু চালের জাত নাইজারশাইলের মতফলে বাজার মূল্য বেশি পাওয়া যাবে
আঞ্চলিকউপযোগিতা 
দেশের প্রায় সকল রোপা আমন অঞ্চল বিশেষ করে বিআর১১ জাতের চাষাবাদ উপযোগী এলাকায় চাষ করে জাতটির অধিক ফলন পাওয়া যাবে
চাষউপযোগীজমি 
বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, উঁচু এবং মাঝারি উঁচু জমি ব্রি ধান৪৯ চাষের জন্য উপযুক্তনিচু জমি অর্থা যেখানে পানি জমে থাকে, সেখান থেকে পানি সরে যাবার পর এই ধান রোপণ করা যাবে
বীজবাছাইওশোধন 
ভারী, পুষ্ট ও রোগবালাইমুক্ত বীজ ব্যবহার করতে হবেবপনের আগে বীজ শোধন করা ভাল হেক্টর প্রতি ২০-২৫ কেজি বা বিঘা প্রতি ২.৫-৩.০ কেজি বীজ প্রয়োজন হয়এক কেজি বীজ শোধনের জন্য ব্যাভিস্টিন তিন গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে সারারাত ভিজিয়ে রাখলে শোধন হয়
বীজবপন 
এক শতক (৪০ বর্গমিটার) পরিমাণ বীজতলায় ৩.৫-৪.০ কেজি বীজ বোনা দরকারএরূপ ১ শতক বীজতলার চারা দিয়ে প্রায় ১ বিঘা জমি রোপণ করা যাবেজুন মাসের শেষ সপ্তাহ হতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ (আষাঢ়ের ২য় সপ্তাহ হতে শেষ সপ্তাহ) পর্যন্ত বীজ তলায় বীজ বপণ করা যাবে
বীজতলাতৈরী 
দোয়াঁশ ও এঁটেল মাটি বীজতলার জন্য ভালবীজতলার জমি অনুর্বর হলে প্রতি বর্মমিটার জমিতে ২ ‌কেজি হারে অথবা প্রতি শতাংশ জমিতে ২ মণ পঁচা গোবর বা আবর্জনা সার সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবেএরপর জমিতে ৫-৬ সেন্টিমিটার পানি দিয়ে দু-তিনটি চাষ ও মই দিয়ে ৭ থেকে ১০ দিন রেখে দিতে হবে এবং পানি ভালভাবে আটকিয়ে রাখতে হবেআগাছা, খড় ইত্যাদি পচে গেলে আবার চাষ ও মই দিয়ে থকথকে কাদাময় জমি তৈরি করতে হবেশেষ জমি তৈরির সময় প্রতি শতকে ১০ গ্রাম ফুরাডান, ১৬০ গ্রাম টিএসপি এবং ২৮০ গ্রাম এমপি প্রয়োগ করতে হবেএরপর ৩ মিটার লম্বা ও ১ মিটার চওড়া বেড তৈরি করতে হবেবেডের উপরের মাটি বাঁশ বা কাঠের চ্যাপ্টা লাঠি দিয়ে সমান করতে হবেদুটি বেডের মাঝখানে ২৫-৩০ সেন্টিমিটার নালা রাখতে হবে যা বীজতলায় পানি দিতে এবং প্রয়োজনে পানি নিস্কাশনে সহায়ক হয়
রোপণেরজন্যজমিতৈরি 
জাতটির চাষাবাদ পদ্ধতি অন্যান্য উফশী রোপা আমন জাতের মতইজমি চাষে হেক্টর প্রতি ৩-৫ টন পরিমাণ জৈব সার (গোবব বা পচা আবর্জনা) দিলে ভাল ফলন পাওয়া যাবে জমি প্রথমবার চাষ দিয়ে ৭-৮ দিন অপেক্ষা করতে হবে যাতে খড়কুটো আবর্জনা ভালভাবে মিশে যায়তারপর শেষ চাষের সময় সবটুকু পটাশ, ফসফেট এবং জিপসাম সার ছিটিয়ে জমি চাষ দিতে হবেজমিতে ২-৩ বার মই দিতে হবে যেন জমি সমান হয়উত্তমরূপে কাদা করে জমি জৈরি করলে অনেক আগাছা দমন হয় এবং অতি সহজে চারা রোপণ করা যায়
চারারোপণ
জুলাইয়ের শেষ সপ্তাহ হতে আগস্টের শেষ সপ্তাহ অর্থা শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ হতে ভাদ্রের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ২৫-৩০ দিনের চারা রোপণ করতে হবেপ্রতি গুছিতে ২-৩টি চারা ২-৩ সেন্টিমিটার গভীরতায় রোপণ করা উত্তমবেশী গভীরতায় চারা রোপণ করলে চারার বৃদ্ধি ব্যাহত হয় এবং কুশির সংখ্যাও কমে যায়
সারিবদ্ধভাবে চারা রোপণ করতে হবেসারি থেকে সারির দূরত্ব ২০ সেন্টিমিটার বা ৮ ইঞ্চি এবং প্রতি সারিতে গাছ থেকে গাছের দূরত্ব ১৫ সেন্টিমিটার বা ৬ ইঞ্চি বজায় রাখতে হবেগুটি ইউরিয়া ব্যবহার করলে চারার দূরত্ব সঠিক হতে হবেসঠিক দূরত্বে চারা রোপণ করলে প্রত্যেক গাছ সমানভাবে আলো, বাতাস ও সার গ্রহণের সুবিধা পাবে, আগাছা পরিস্কারের জন্য নিড়ানি যন্ত্র ব্যবহার করা যাবে, আর তা ভাল ফলনে সহায়ক হবে
সারেরমাত্রা
ব্রি ধান৪৯ এর চাষাবাদে সারের মাত্র বিআর১১ ধানের জাতের মতইএজন্য প্রয়োজনীয় সারের মাত্রা নিম্নে উল্লেখ করা হলো 
রোপণকৃতজমিরজন্য
সার
কেজি/হেক্টর
কেজি/বিঘা
গ্রাম/শতাংশ
ইউরিয়া
টিএসপি
এমপি
জিপসাম
দস্তা
১৭১
৮৩
১০০
১০০
১০
২৪
১২
১৪
১৪
৭০০
৩৩০
৪০০
৪০০
৪০

সারপ্রয়োগওব্যবস্থাপনা
সর্বশেষ জমি প্রস্তুতের সময় সবটুকু টিএসপি ও এমপি সার, অর্ধেক জিপসাম এবং অর্ধেক জিংক সালফেট সার একসাথে মিশিয়ে দিতে হবেইউরিয়া সার সমান তিন কিস্তিতে অর্থা রোপণের ১৫ দিনের মধ্যে ১ম কিস্তি, ৩০ দিনের মধ্যে ২০য় কিস্তি এবং ৪৫ দিনের মধ্যে ৩য় কিস্তি প্রয়োগ করতে হবেবাকী অর্ধেক জিপসাম এবং জিংক সালফেট ১ম কিস্তি ইউরিয়ার সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে
সতর্কতা
ইউরিয়া উপরি প্রয়োগের ক্ষেত্রে ২-৩ সেন্টিমিটার পানি থাকতে হবে অথবা মাটিতে প্রচুর রস থাকতে হবেইউরিয়া প্রয়োগের সাথে সাথে হাত বা উইভার দিয়ে আগাছা পরিস্কার করতে হবে যাতে সার মাটিতে ভালভাবে মিশে যায়ফসলের অবস্থার উপর নির্ভর করে ইউরিয়া সার প্রয়োগের মাত্রার তারতম্য করা যেতে পারে
অন্তর্বর্তীপরিচর্যা
চারা রোপণের পর আগাছা দেখা দিলে নিড়ানি যন্ত্র ব্যবহার করে বা হাতে আগাছা পরিস্কার করতে হবেসাধারণত ধানগাছ যতদিন মাঠে থাকে তার তিন ভাগের প্রথম এক ভাগ (৩০-৪০ দিন) সময় আগাছামুক্ত রাখলে আশানুরূপ ফলন পাওয়া যায়সাধারণত প্রতি কিস্তি ইউরিয়া উপরিপ্রয়োগের পর পরই আগাছা হাত দিয়ে অথবা নিড়ানি যন্ত্র দিয়ে পরিস্কার করে মাটির ভিতর পুঁতে দিলে জমির আগাছাও যেমন নির্মুল হবে তেমনি আগাছা পচে গিয়ে জৈব সারের কাগ করবেজমিতে ১০-১৫ সেন্টিমিটার পানি রাখতে পারলে আগাছার উপদ্রব কম হবেপ্রয়োজনে আগছা নাশক সাথী ১০ ডব্লিও জি প্রতি বিঘাতে ২০ গ্রাম এবং সানরাইজ ১৫০ ডব্লিও জি প্রতি বিঘাতে ১৪ গ্রাম ব্যবহার করা যেতে পারে
সাধারণত কাইচ থোড় থেকে ফুল আসার সময় এবং পরে দানা গঠন পর্যন্ত বৃষ্টিপাত না হলে অর্থা খরা দেখা দিলে জমিতে ২-৩টি সেচ প্রয়োগ করলে ধানের ফলন শতকরা ৪০-৫০ ভাগ বাড়েবৃষ্টি-নির্ভর  খরা কবলিত ধানের চেয়ে সম্পূরক সেচযুক্ত ধানের ফলন হেক্টরে প্রায় ১ টন এবং বিঘায় ২-৩ মণ বেশি হয়
বালাইব্যবস্থাপনা
ব্রি ধান৪৯* এ রোগ-বালাই ও পোকার আক্রমণ প্রচলিত জাত বিআর১১ এর চেয়ে অনেক কম হয়প্রাথমিক প্রতিরোধের জন্য ১ম কিস্তি ইউরিয়ার সাথে বিঘা প্রতি ২ কেজি ফুরাডান প্রয়োগ করা যেতে পারেব্রি ধান৪৯ ব্লাষ্ট, ব্যাক্টরিয়াল লিফ ব্লাইট (পাতা ঝলসানো) ও মাজড়া পোকার আক্রমণে মাঝারি সহ্য ক্ষমতা সম্পন্ন এই ধানে খোল পচা রোগ ভারতীয় স্বর্ণা ধানের চেয়ে অনেক কম দেখা যায়তবে নিচু জমিতে অথবা জলাবদ্ধ জমিতে চাষ করলে এই খোল পচা রোগ দেখা দেয়ার আশংকা বেশিপ্রধান প্রধান ক্ষতিকারক পোকা ও রোগবালাই দমন করতে পারলে এই ধান চাষাবাদে শতকরা ২৫ ভাগ ফলন বেশি হতে পারে
জমিতে ডালপালা পুঁতে পারচিং করলে পোকাখেকো পাখি ডালাপালায় বসে মাজরা পোকার আক্রমণ থেকে ফসলকে অনেকটা রক্ষা করবেএ ছাড়া ডায়াজিনন (৬০ তরল) প্রতি হেক্টরে ১.৭০ লিটার স্প্রে করা যেতে পারে অথবা ডায়াজিনন (১৪ দানাদার) ১৩.৫০ কেজি প্রয়োগ করা যেতে পারেপ্রয়োগের মাত্রা ও নিয়ম বোতলের গায়ে লিখা থাকবেজমিতে পাতা পোড়া রোগ দেখা দিলেই ইউরিয়া সারের উপরিপ্রয়োগ বন্ধ করে দিতে হবেজমি থেকে পানি সরিয়ে শুকিয়ে ৭-১০ দিন পর আবার সেচ দিয়ে বিঘা প্রতি ৫ কেজি এমপি সার গাছের গোড়ায় প্রয়োগ করলে পাতা পোড়া রোগের প্রকোপ কিছুটা কম হবেজমিতে খোল পচা রোগের প্রকোপ খুব বেশী হলে ফলিকুর (টেবুকোনাজল) ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করা যেতে পারেএছাড়াও কনটাফ (হেক্সাকোনাজল) বা টিল্ট (প্রপিকোনাজল) স্প্রে করা যেতে পারেপ্রথম স্প্রে করার ৭ দিন পর আর একবার স্প্রে করলে ভালো ফলন পাওয়া যাবেজমিতে লক্ষ্মীর গুবা ফলস স্মাটরোগ থেকে রক্ষা পাওয়ার জন্য শিষ বের হওয়ার সাথে সাথেই ১০ গ্রাম ব্যাভিস্টিন ১০ লিটার পানিতে অথবা ১০ মিলি ফলিকুর ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবেপ্রথম স্প্রে করার ৭-১০ দিন পরে আরও দুবার স্প্রে করলে ভাল ফলাফল পাওয়া যাবে এবং বীজে কোন দাগ থাকবে না
ফসলকাটা, মাড়াইওসংরক্ষণ
শিষের অগ্রভাগের শতকরা ৮০ ভাগ ধানের চাল শক্ত এবং শিষের নিচের অংশে শতকরা ২০ ভাগ ধানের চাল আংশিক শক্ত ও স্বচ্ছ হলে ধান ঠিকমত পেকেছে বেল বিবেচিত হবে সময়ে ফসল কেটে মাঠেই বা উঠানে এনে মাড়াই করতে হবেতাড়াতাড়ি মাড়াই এর জন্য ব্রি উদ্ভাবিত মাড়াই যন্ত্র ব্যবহার করা যায়কাঁচা খলায় ধান মাড়াই করার সময় চাটাই, চট বা পলিথিন বিছিয়ে নেয়া প্রয়োজনমাড়াই করার পর অন্তত ৪-৫ বার রোদে শুকিয়ে নিতে হবে
ধানের বীজ সংরক্ষণ করতে চাইলে ২-৩ শতক জমির শতকরা ৯০-১০০ ভাগ পাকার পর কাটা উচি হবেফসল কাটার আগে জমি থেকে আগাছা এবং সুষ্ঠু পর্যবেক্ষণের মাধ্যমে অন্য ধানের জাত সরিয়ে ফেলতে হবেসকল রোগাক্রান্ত গাছও অবসারণ করতে হবেএরপর বীজ হিসেবে ফসল কেটে আলাদাভাবে মাড়াই,ঝাড়াই ও ভালভাবে রোদে শুকাতে হবে যাতে আর্দ্রতা শতকরা ১২ ভাগের নিচে থাকেতারপর পুষ্ট ধান বাছাই করতে কুলা দিয়ে কমপক্ষে দুবার ঝাড়তে হবেপ্লাস্টিক ড্রাম বা কেরোসিনের টিন ভালভাবে পরিস্কার করে রোদে শকানো বীজ ঠান্ডা করে পাত্রে রাখতে হবেপাত্রের মুখ ভালভাবে বন্ধ করতে হবে যাতে বাতাস ঢুকতে না পারেপাত্র মাটির মটকা বা কলসী হলে গায়ে আলকাতরার প্রলেপ দিয়ে শুকিয়ে নিতে হবেপাত্র মাচায় রাখা ভালমাটিতে রাখলে লক্ষ্য রাখতে হবে যেন পাত্রের তলা মাটির সংস্পর্শে না আসে,সেজন্য খড় দিয়ে নিচে কুশন তৈরি করে অথবা বস্তার উপর রাখতে হবে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ১ মণ ধানে আনুমানিক ১৫০ গ্রাম নিম বা নিশিন্দা অথবা বিষকাটালির পাতা গুঁড়া করে মিশিয়ে দিয়ে সংরক্ষণ করা যেতে পারে


এক নজরে ছবি আকারে

রোপা আমনে বিআর ১১ এর বিকল্প উফশী জাত ব্রি ধান ৪৯