December 5, 2013

গমের চাষাবাদ পদ্ধতি



গম
 


পুষ্টি মূল্যঃ গম হতে যে আটা হয় তার প্রতি ১০০ গ্রাম আটায় আমিষ ১২.১ গ্রাম, শর্করা ৬৯.৪ গ্রাম, ক্যালসিয়াম ৪৮ মিলিগ্রাম, লৌহ ১১.৫ মিলিগ্রাম, ক্যারোটিন ২৯ মাইক্রোগ্রাম, ভিটামিন বি-১ ০.৪৯ মিলিগ্রাম, ভিটামিন বি-২ ০.২৯ মিলিগ্রাম, আঁশ ১.৯ গ্রাম, খনিজ পদার্থ ২.৭ গ্রাম এবং জলীয় অংশ থাকে ১২.২ গ্রাম

ভেষজ গুনঃ

ব্যবহারঃ গম সাধারণত মানুষের রুটি হিসেবে ব্যবহৃত হয়এছাড়া গমের কুঁড়া গো-খাদ্য হিসাবে ব্যবহৃত হয়

উপযুক্ত জমি ও মাটিঃ উঁচু ও মাঝারি দোআশ মাটি গম চাষের জন্য বেশী উপযোগীলোনা মাটিতে গমের ফলন কম হয়

জাত পরিচিতিঃ বর্তমানে এদেশে অধিক আবাদকৃত গম জাতের মধ্যে কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা রয়েছেতাছাড়া সৌরভ (বারি গম-১৯) ও গৌরব (বারি গম-২০) নামে ২টি উচ্চ ফলনশীল নতুন জাত অনুমোদিত হয়েছে
গমের জাত

কাঞ্চনঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কর্তৃক ইউপি-৩০১ এবং সি-৩০৬ এর মধ্যে সংকরায়ণ করে কাঞ্চন জাত উদ্ভাবন করা হয়এ জাত ১৯৮৩ সালে অনুমোদিত হয় গাছের উচ্চতা ৯০-১০০ সেমিকুশির সংখ্যা ৬-৭টিগাছের নিশান পাতা খাড়াশীষ বের হতে ৬০-৬৮ দিন সময় লাগেপ্রতি শীষে ৩৫-৪০টি দানা থাকেদানা সাদা এবং হাজার দানার ওজন ৪৮-৫২ গ্রামঅন্যান্য জাতের তুলনায় দানা আকারে বড়চারা আবস্থায় প্রাথমিক কুঁশি মাটির উপরে অবস্থান করেবোনা থেকে পাকা পর্যন্ত ১০৬-১১২ দিন সময় লাগেএ জাতটি দীর্ঘ সময় ধরে চাষাবাদ হচ্ছেবর্তমানে পাতার মরিচা দাগ রোগে আক্রান্ত হওয়ায় জাতটির ফলন কিছুটা হ্রাস পেয়েছে উন্নত পদ্ধতিতে চাষ করলে হেক্টর প্রতি ৩.৫-৪.৬ টন ফলন হয়জাতটি দেশের সকল অঞ্চলে চাষের জন্য উপযোগীবর্তমানে সারা দেশে কাঞ্চন গম খুবই জনপ্রিয় বাংলাদেশে প্রায় ৮০ ভাগ এলাকায় কাঞ্চন গমের আবাদ হচ্ছে

আকবরঃ আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (ঈওগগণঞ) মেক্সিকোতে ও টোবারী নামাক ২টি জাতের মধ্যে সংকরায়ণের পর একটি কৌলিক সারি ১৯৭৭ সালে বাংলাদেশে আনা হয়পরবর্তীতে বাছায় প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভাবিত জাতটি আকবর নামে ১৯৮৩ সালে অসুমোদিত হয়এ জাতের গাছের উচ্চতা ৮৫-৯০ সেমিকুশির সংখ্যা ৬-৭টি পাতা কিছুটা হেলানোনিশান পাতা খুবই চওড়া ও লম্বাশীষ বের হতে ৫০-৫৫ দিন সময় লাগেপ্রতি শীষে ৫০-৫৫টি দানা থাকেদানা সাদা, আকারে মাঝারি এবং হাজার দানার ওজন ৩৭-৪২ গ্রামপাতার গোড়ায় সাদা অরিকল থাকেফসল বোনা থেকে কাটা পর্যন্ত ১০৩-১০৮ দিন সময় লাগেউন্নত পদ্ধতিতে চাষ করে ফলন হেক্টরপ্রতি ৩.৫-৪.৫ টন হয়জাতটি পাতার দাগ রোগ সহনশীলবৃহত্তর ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া ও খুলনা জেলায় এ জাতের ফলন বেশী হয়তবে আকবর জাতের গম দেশের অন্যান্য অঞ্চলেও চাষের জন্য উপযোগী

অঘ্রাণীঃ আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র, মেক্সিকো হতে সনোরা/পি ৪১৬০ ই/ইনিয়া কৌলিক সারিটি ১৯৮২ সালে বাছাইকরণ নার্সারীর মাধ্যমে বাংলাদেশে আনা হয় এবং ১৯৮৭ সালে অঘ্রাণী নামে তা অনুমোদন লাভ করেএ জাতের গাছের উচ্চতা ৮৫-৯০ সেমি, কুশির সংখ্যা ৫-৬টিপাতা কিছুটা হেলানো, নিশান পাতা বড়গাছের পাতা ও কান্ডে পাতলা মোমের আবরণের মতো বস্তু লক্ষ্য করা যায়শীষ বের হতে ৫৫-৬০ দিন সময় লাগেপ্রতি শীষে ৫০-৫৫টি দানা থাকেদানার রং সাদা, আকারে মাঝারি এবং হাজার দানার ওজন ৩৮-৪২ গ্রামপাতার গোড়ায় বেগুনি অরিকল থাকে বোনা থেকে পাকা পর্যন্ত ১০৩-১১০ দিন সময় লাগেউন্নত পদ্ধতিতে চাষ করলে ফলন হেক্টরপ্রতি ৩.৫-৪.০ টন হয়জাতটি পাতার দাগ (ব্লাইট রোগ সহনশীল)দেরীতে বপনের জন্য অঘ্রাণী জাতের গম বিশেষভাবে উপযোগী

প্রতিভাঃ থাইল্যান্ড হতে ১৯৮২ সালে প্রেরিত বাছাইকরণ নার্সারীতে কে-ইউ ১২ নামক একটি কৌলিক সারি বাংলাদেশে বাছায় করা হয় এবং ১৯৮৩ সালে তা প্রতিভা নামে অনুমোদিত হয়গাছের উচ্চতা ৮৫-৯৫ সেমিকুশির সংখ্যা ৬-৭টিগাছের নিশান পাতা খাড়াশীষ বের হতে ৬০-৭০ দিন সময় লাগেশীষ লম্বা ও প্রতি শীষে ৩৫-৪৫ টি দানা থাকেদানা সাদা, আকারে বড় ও হাজার দানার ওজন ৪২-৪৮ গ্রামফসল বোনা থেকে পাকা পর্যন্ত ১০৫-১১০ দিন সময় লাগেউন্নত পদ্ধতিতে চাষ করলে হেক্টরপ্রতি ৩.৮-৪.৫ টন ফলন পাওয়া যায়গমের প্রতিভা জাত পাতার মরিচা ও পাতার দাগ রোগ সহনশীলপ্রতিভা জাতের গম দেশের সকল অঞ্চলে চাষ করা যায়

সৌরভঃ আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রে নেকোজারী ও ভেরী জাতের মধ্যে সংকরায়ণকৃত একটি কৌলিক সারি ১৯৮৯ সালে এদেশে এনে বাছাই করা হয় যা ১৯৯৮ সালে সৌরভ (বারি গম-১৯) নামে চাষাবাদের জন্য অনুমোদিত হয়গাছের উচ্চতা ৯০-১০০ সেমিকুশির সংখ্যা ৫-৬টিপাতা চওড়া, হেলানো ও গাঢ় সবুজনিশান পাতা চওড়া ও হেলানোনিশান পাতার নীচের তলে মোমের মতো পাতলা আবরন থাকেকান্ড মোটা ও শক্ত, ঝড় বৃষ্টিতে হেলে পড়ে নানীচের গ্লুমের ঠোঁট বড়, প্রায় ৫ মিমিশীষ বের হতে ৬০-৭০ দিন সময় লাগেশীষ লম্বা, প্রতিটি শীষে দানার সংখ্যা ৪২-৪৮টি, দানার রং সাদা এবং হাজার দানার ওজন ৪০-৪৫ গ্রামবোনা থেকে পাকা পর্যন্ত ১০২-১১০ দিন সময় লাগেউন্নত পদ্ধতিতে আবাদ করলে হেক্টরপ্রতি ফলন ৩.৫-৪.৫ টন পাওয়া যায়জাতটি পাতার দাগ রোগ সহনশীল এবং পাতার মরিচা রোগ প্রতিরোধীসৌরভ গম দেশের প্রায় সকল অঞ্চলে চাষের জন্য উপযোগী

গৌরভঃ আন্তর্জতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রে টুরাকো ও চিলেরো জাতের মধ্যে সংকরায়ণকৃত একটি কৌলিক সারি ১৯৯১ সালে বাংলাদেশে আনা হয়খুব উপাদনশীল জাত হিসেবে সারিটি বাছায় করা হয় যা ১৯৯৮ সালে গৌরব (বারি গম-২০) নামে সারা দেশে চাষাবাদের জন্য অনুমোদন লাভ করেগাছের উচ্চতা ৯০-১০২ সেমিকুশি ৫-৬টিপাতা গাঢ় সবুজনিশান পাতা খাড়া, সরু ও ইষ মোড়ানোনীচের গ্লুমের ঠোঁট ছোট প্রায় ২ মিমিশীষ বের হতে ৬০-৬৫ দিন সময় লাগেশীষ লম্বা, অগ্রভাগ সরুপ্রতি শীষে ৪৫-৫০টি দানা থাকেদানার রং সাদা এবং হাজার দানার ওজন ৪০-৪৮ গ্রামজীবনকাল ১০০-১০৮ দিনউন্নত পদ্ধতিতে চাষ করলে হেক্টরপ্রতি ৩.৬-৪.৮ টন ফলন পাওয়া যায়জাতটি পাতার মরিচা রোগ প্রতিরোধী এবং পাতার দাগ রোগ সহনশীলএ জাতটি তাপ সহিষ তাই দেরীতে বপন করলে ভাল ফলন দেয়বর্তমানে গম জাতসমূহের তুলনায় এ জাত ১০-১২ ভাগ বেশী ফলন দেয়

বপনের সময়ঃ গমের উচ্চ ফলনশীল জাতসমূহের বপনের উপযুক্ত সময় হল কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়ণর তৃতীয় সপ্তাহ (নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত)যে সব এলাকায় ধান কাটতে ও জমি তৈরী করতে বিলম্ব হয় সে ক্ষেত্রে কাঞ্চন,আকবর, অঘ্রাণী, প্রতিভা ও গৌরব বপন করলে ভাল ফলন পাওয়া যায়

বপনের পদ্ধতিঃ সারিতে বা ছিটিয়ে গম বীজ বপন করা যায়সারিতে বপনের জন্য জমি তৈরীর পর লাঙ্গল দিয়ে সরু নালা তৈরী করে ২০ সেমি দূরত্বের সারিতে ৪-৫ সেমি গভীরে বীজ বুনতে হয়সার ব্যবস্থাপনাঃ সেচসহ চাষের ক্ষেত্রে নির্ধারিত ইউরিয়া সারের দুই তৃতীয়াংশ এবং সম্পূর্ণ টিএসপি, এমওপি ও জিপসাম শেষ চাষের পূর্বে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবেবাকী এক তৃতীয়াংশ ইউরিয়া প্রথম সেচের সময় উপরি প্রয়োগ করতে হবেসেচছাড়া চাষের ক্ষেত্রে সম্পূর্ণ সার অর্থা ইউরিয়া, টিএসপি, এমওপি ও জিপসাম শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবেগম চাষে নীচে উল্লেখিত হারে সার ব্যবহার করা প্রয়োজন

সারের নাম সারের পরিমান/শতকে সেচসহ সেচছাড়া সারের পরিমান/হেক্টর সেচসহ সেচছাড়া ইউরিয়া ৭২৯-৮৯১ গ্রাম ৫৬৭-৭২৯ গ্রাম ১৮০-২২০ কেজি ১৪০-১৮০ কেজি টিএসপি ৫৬৭-৭২৯ গ্রাম ৫৬৭-৭২৯ গ্রাম ১৪০-১৮০ কেজি ১৪০-১৮০ কেজি এমপি ১৬২-২০২ গ্রাম ১২১-১৬২ গ্রাম ৪০-৫০ কেজি ৩০-৪০ কেজি জিপসাম ৪৪৫-৪৮৬ গ্রাম ২৮৩-৩৬৪ গ্রাম ১১০-১২০ কেজি ৭০-৯০ কেজি গোবর/কম্পোষ্ট ২৮-৪০ কেজি ২৮-৪০ কেজি ৭-১০ টন ৭-১০ টন

 সেচ ও আগাছা ব্যবস্থাপনাঃ
মাটির প্রকার ভেদে সাধারণত ২-৩টি সেচের প্রয়োজন হয় প্রথম সেচ চারার তিন পাতার সময় (বপনের ১৭-২১ দিন পরে), দ্বিতীয় সেচ গমের শীষ বের হওয়ার সময়। (বপনের ৫৫-৬০ দিন পর) এবং তৃতীয় সেচ দানা গঠনের সময় (বপনের ৭৫-৮০ দিন পর) দিতে হবেজমিতে আগাছা দেখা দিলে সাথে সাথে আগাছা দমনের ব্যবস্থা নিতে হবে

পোকা মাকড় ব্যবস্থাপনাঃ


রোগ ব্যবস্থাপনাঃ

গমের পাতার মরিচা রোগ দমনঃ পাক্‌সিনিয়া রিকন্ডিটা নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকেপ্রথমে পাতার উপর ছোট গোলাকার হলুদাভ দাগ পড়েশেষ পর্যায়ে এই দাগ মরিচার মত বাদামি বা কালচে রংয়ে পরিনত হয়হাত দিয়ে আক্রান্ত পাতা ঘষা দিলে লালচে মরিচার মত গুড়া হাতে লাগেএ রোগের লক্ষণ প্রথমে নিচের পাতায়, তারপর সব পাতায় ও কান্ডে দেখা যায়দেশের উত্তরাঞ্চলে এ রোগ বেশী হয়ে থাকে

প্রতিকারঃ

১. রোগ প্রতিরোধী গমের জাত কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ ও গৌরবের চাষ করতে হবে২. সুষম হারে সার প্রয়োগ করতে হবে৩. টিল্ট ২৫০ ইসি ছত্রাক নাশক (০.০৪%) ১ মিলি আড়াই লিটার পানিতে মিশিয়ে ১২-১৫ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে

গমের পাতার দাগ রোগ দমনঃ বাইপোরারিস সরোকিনিয়ানা নামক ছত্রাক এ রোগ ঘটায়গাছ মাটির উপর আসলে প্রথমে নীচের পাতাতে ছোট ছোট বাদামি ডিম্বাকার দাগ পড়ে পরবর্তীতে দাগ সমূহ আকারে বাড়তে থাকে এবং গমের পাতা ঝলস দেয়রোগের জীবাণু বীজে কিংবা ফসলের পরিত্যক্ত অংশে বেঁচে থাকেবাতাসের অধিক আদ্রতা এবং উচ্চ তাপমাত্রা (২৫ ডিগ্রী সে.) এ রোগ বিস্তারের জন্য সহায়ক

প্রতিকারঃ

১. রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করতে হবে২. গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে৩. প্রতি কেজি গম বীজে ২.৫-৩.০ গ্রাম ভিটাভেক্স-২০০ মিশিয়ে বীজ শোধন করতে হবে৪. টিল্ট-২৫০ ইসি (০.০৪%) এক মিলি প্রতি আড়াই লিটার পানিতে মিশিয়ে ১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে

গমের গোড়া পচা রোগ দমনঃ স্কেলেরোশিয়াম রলফসি নামক ছত্রাক দ্বারা গমের এ রোগ হয় এই রোগের ফলে মাটির সমতলে গাছের গোড়ায় হলদে দাগ দেখা যায়পরে তা গাঢ় বাদামি বর্ণ ধারণ করে এবং আক্রান্তস্থানের চারিদিক ঘিরে ফেলেপরবর্তীতে পাতা শুকিয়ে গাছ মারা যায়রোগের জীবাণু মাটিতে কিংবা ফসলের পরিত্যক্ত অংশে দীর্ঘ দিন বেঁচে থাকেসাধারণত বৃষ্টির পানি, সেচের পানি দ্বারা এক জমি হতে অন্য জমিতে বিস্তার লাভ করে

প্রতিকারঃ

১. রোগ প্রতিরোধী কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ ও গৌরব জাতের চাষ করতে হবে২. মাটিতে সব সময় পরিমিত আর্দ্রতা থাকা প্রয়োজন৩. ভিটাভেক্স-২০০ নামক ঔষধ প্রতি কেজি বীজে ২.৫-৩.০ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করতে হবে

গমের আলগা ঝুল রোগ দমনঃ আসটিলেগো ট্রিটিসি নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয় গমের শীষ বের হওয়ার সময় এ রোগের লক্ষণ প্রকাশ পায়উক্ত ছত্রাকের আক্রমণের ফলে গমের শীষ প্রথম দিকে পাতলা পর্দা দিয়ে আবৃত থাকেপরে তা ফেটে যায় এবং দেখতে কালো ঝুলের মত দেখায়ছত্রাকের বীজকণা সহজেয় বাতাসের মাধ্যমে অন্যান্য গাছে এবং অন্য জমির গম গাছে সংক্রমিত হয়রোগের জীবাণু বীজের ভ্রুণে জীবিত থাকেপরবর্তী বছর আক্রান্ত বীজ জমিতে বুনলে বীজের অংকুরোদগমের সময় জীবাণুও সক্রিয় হয়ে উঠে

প্রতিকারঃ

১. রোগ প্রতিরোধী কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ ও গৌরব জাতের চাষ করতে হবে২. রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করতে হবে৩. ভিটাভেক্স-২০০ ঔষধ প্রতি কেজি বীজে ২.৫-৩.০ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করতে হবে

গম বীজের কালো দাগ রোগ দমনঃ ডেক্সলেরা প্রজাতির ও অলটারনারিয়া প্রজাতির ছত্রাক দ্বারা গমের এ রোগ হয়এ রোগের ফলে গমের খোসায় বিভিন্ন আকারের বাদামি অথবা কালো দাগ পড়েবীজের ভ্রুণে দাগ পড়ে এবং পরবর্তীতে দাগ সম্পূর্ণ বীজে ছড়িয়ে পড়েএ রোগের জীবাণু বীজের মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে

প্রতিকারঃ

১. সুস্থ্য বীজ সংগ্রহ করে বপন করতে হবে২. ভিটাভেক্স-২০০ নামক ঔষধ প্রতি কেজি বীজে ২.৫-৩.০ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করতে হবে

ফসল সংগ্রহঃ চৈত্র মাসের প্রথম থেকে মধ্য-চৈত্র (মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম) পর্যন্ত কেটে গম সংগ্রহ করতে হয়


বীজ সংরক্ষণ পদ্ধতি
 
*
ধাতব/প্লাস্টিকের ড্রাম, টিনের পাত্র ও পলিথিন ব্যাগ বীজ সংরক্ষণের জন্য উত্তম
* ভালোভাবে শুকানো বীজ দ্ধারা পাত্র পরিপূর্ণ করুন যেন পাত্রে কোনরূপ খালি বা ফাঁকা জায়গা না থাকে 
* বীজের পরিমান পাত্রের ধারন ক্ষমতার চেয়ে কম হলে বীজ এর উপর একটি মোটা পলিথিন বিছিয়ে উপরের ফাঁকা জায়গা শুকনো বালি, তষ বা ছাই দিয়ে পাত্রটি ভর্তি করুন   
* বীজ ভর্তি পলিথিন ব্যাগের মুখ আলাদাভাবে বেঁধে চটের বস্তার ভিতর ঢুকিয়ে রাখুন
* বীজ ভর্তি পাত্রের মুখ ভালভাবে বন্ধ করে রাখুন যাতে বাতাস ঢুকতে না পারে পাত্র মাচার উপরে এবং খড়ের দেয়ালে/বেড়া থেকে একটু দূরে রাখা উত্তমখেয়ার রাখতে হবে বীজসহ পাত্রগুলি যেন মাটির সংস্পর্শে  না আসে 
* এভাবে সংরক্ষিত বীজ বপনের আগ পর্যন্ত আর রোদে শুকানোর প্রয়োজন নেই









ইঁদুর দমন



ইঁদুর গমের অন্যতম শত্রু এবং অতি চালাক প্রাণীতাই নিয়মিত গম ক্ষেতে ইঁদুরের আক্রমন পর্যবেক্ষণ করে বিষটোপ (জিংক ফসফাইড), ফাঁদ, গ্যাস (ফসটক্সিন) ট্যাবলেট, গর্তে পানি ঢালা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে ইঁদুর দমন করুন গ্যাস ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে জমির সব পুরাতন গর্ত ভালভাবে বন্ধ করে নতুন তৈরি গর্তের মুখের ভিতর গ্যাস ট্যাবলেট ঢুকিয়ে গর্তের মুখটি শক্ত করে বন্ধ করুন



বীজ শুকানো ও বাছাই



* মাড়াইকৃত বীজ সংরক্ষণের আগে কয়েকদিন ভালভাবে রোদে শুকিয়ে নিন
*
সংরক্ষণের পূর্বে চালুনী দিয়ে চেলে পুষ্ট বীজ বাছাই করুন
*
ধাতব পাত্র ছাড়া অন্য যে কোন পাত্রে সংরক্ষণের ক্ষেত্রে রোদে শুকানোর পর বীজ ঠান্ডা করুন
*
বীজ দাঁতে চিবিয়ে নিশ্চিত হন যে, বীজগুলো ভালোমত শুকানো হয়েছে
*
সংরক্ষণের সময় বীজের আর্দ্রতা শতকরা ১২ ভাগের নিচে থাকা উত্তম


ধান চাষাবাদ পদ্ধতি



ধান পরিচিতি

বাংলাদেশের জলবা
য়ু ধান চাষাবাদের জন্য খুবই উপযোগী হওয়ায় এটি এদেশের একটি প্রাচীনতম ফসল হিসেবে পরিচিতবর্তমানে বাংলাদেশ ধান উপাদনে চতুর্থ বৃহত্তমধানই এদেশের প্রধান খাদ্য শস্যএ দেশের অর্থনীতি মূলত: ধান উপাদনের উপর নির্ভরশীলদেশে ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ার সাথে সাথে কমছে আবাদি জমির পরিমাণনতুন নতুন বাড়ী-ঘর, রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণ এর মূল কারণএর উপর রয়েছে খরা, বন্যা, লবণাক্ততাসহ প্রাকৃতিক দুর্যোগঅপর দিকে বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছেচাষাবাদযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধির সুযোগ না থাকায় আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের মাধ্যমে অতিরিক্ত খাদ্য চাহিদার যোগান দেওয়া হচ্ছে ধানের ইংরেজি নাম Rice এবং বৈজ্ঞানিক নাম Oryza sativa
বীজ, বীজতলা ও চারা

ধান চাষাবাদ পদ্ধতি

উফশী ধানের ফলন উপযুক্ত চাষাবাদ পদ্ধতির উপর নির্ভরশীলতাই জাত নির্বাচন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত সব কাজ ধারাবাহিকভাবে বিচক্ষণতার সাথে করতে হবে নিয়মের হেরফের অথবা অনুমোদিত পদ্ধাত ঠিকমতো অনুসরণ না করলে উপাদন খরচ বেড়ে যায় এবং আশানুরুপ ফলন থেকে বঞ্চিত হতে হয়

জাত নির্বাচন

জমি, মৌসুম, পরিবেশ ও শস্যক্রম বিবেচনায় রেখে উপযুক্ত ধানের জাত নির্বাচন করা উচিতসে অনুযায়ী তালিকা ১ থেকে মৌসুমভেদে উপযুক্ত ধানের জাত নির্বাচন করা যেতে পারে

বিভিন্ন ধান ও জাতের বৈশিষ্ঠ্য

অধিক ফলন ও লাভের জন্য এলাকা ভিত্তিক চাষ উপযোগী সঠিক জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়ভাল বংশ ও মা ছাড়া যেমন ভাল সমন্বিত আশা করা যায় না তেমনি ভাল জাতের ভাল বীজ ছাড়া উত্তম ফসল পাওয়া যায় নানানা জাতের বীজের মধ্যে তাই সঠিক জাতটি নির্বাচন করে চাষ করা একজন কৃষকের প্রাথমিক দায়িত্ব বর্তমানে বাংলাদেশে হাইব্রিড, উফশী ও নানা ধরনের আধুনিক জাতের ধান চাষ করা হচ্ছেদেশে বর্তমানে প্রায় ১০ লক্ষ হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ হচ্ছেতবে কৃষকদের কাছে সব জাতের গ্রহণযোগ্যতা সমান নয়বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) থেকে উদ্ভাবিত এ পর্যন্ত ৪৬টি উফশী ওএকটি হাইব্রিড জাতকে অনুমোদন দেয়া হয়েছেবিনা থেকে উদ্ভাবিত জাতসমূহ যেমন বিনাশাইল, বিনাধান ৫, বিনাধান ৬ ও বিনাধান ৭ অনুমোদন দেয়া হয়েছেএ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত দুটি জাত বিএইউ ৬৩ (ভরসা) এবং বিএ ইউ ২ অনুমোদন দেয়া হয়েছেনীচে এ দেশে ব্রি উদ্ভাবিত বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধরা হল (তালিকা ১ ও ২)
বিআর ১ :  বোরো ও আউশ মৌসুমে  আবাদযোগ্য এ ধানের জনপ্রিয় নাম চান্দিনা কোন কোন অঞ্চলে এ ধান ৫৩২ আবার কোথাও কেবল  ৭৬ নামে পরিচিত চান্দিনা একটি আগাম জাত

বিআর ২ :  এ ধানের জনপ্রিয় নাম মালা এ ধানের মুড়ি  খুব ভাল হয়মালা বোরো এবং রোপা আউশের একটি জাত

বিআর ৩ :  এ ধানের জনপ্রিয় নাম বিপ্লবএটি নাবী জাত হলেও বোরো মৌসুমে ফলনের জন্য সুখ্যাতজাত রোপা আউস এবং রোপা আমন মৌসুমেও ভাল ফলন দেয়

বিআর ৪ : এ ধানের জনপ্রিয় নাম ব্রিশাইলএটি একটি আলোক-সংবেদনশীল জাততাই কেবল রোপা আমন মৌসুমে চাষাবাদ  করার জন্য উপযোগীএ ধানের বীজ বপনের সবচেয়ে ভাল সময় হলো আষাঢ় মাসএ সময় বীজ বপন করলে শ্রাবণের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়ে চারা রোপণ করা যায়কার্তিকের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহে ফুল ফোটে অগ্রহায়ণের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মধ্যে ধান পাকে

বিআর ৫ : আমন মৌসুমের এ ধানের জনপ্রিয়তা নাম দুলাভোগএর  চালের কালিজিরা চালের মতো সুগন্ধ আছে বলে পোলাও এবং পায়েশ তৈরির জন্য খুবই উপোযোগীএটি আলোক- সংবেদনশীল, তাই এর চাষাবাদ রোপা আমন মৌসুমের জন্য নির্ধারিত

বিআর ৬ : বোরো ও আউশ  মৌসুমের জাতব্রি এ ধানটি ইরি থেকে সংগ্রহ করে এবং বিভিন্ন মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আশানুরুপ ফলন পাওয়ায় বিআর ৬ নামে অনুমোদন পায়এটি একটি আগাম জাত

বিআর ৭ : ঝড়-ঝঞ্ঝা কম হয় এমন অঞ্চলে এ ধান রোপা আউশ ও বোরো মৌসুমের জন্য উপযোগীকারণ ধান বেশি পেকে গেলে ঝড়ে পড়ার প্রবণতা দেখা দেয়তাই এ ধান  পাকার সাথে সাথে কর্তন করতে হবেএর চালের আকার প্রায় বাসমতির মতো, তবে এতে সুগন্ধি নেই

বিআর ৮ : জাতের জনপ্রিয় নাম আশাবোরো এবং আউশ মৌসুমের এ জাত ধান শীষের সাথে শক্তভাব লেগে থাকে তাই ঝড়-ঝঞ্ঝা এবং শিলা বৃষ্টি-প্রবণ এলাকার জন্য এ ধান বিশেষ উপযোগী

বিআর ৯ : বোরো ও আউশ  মৌসুমে চাষের উপযোগীবিআর ৯ এর জনপ্রিয় নাম সুফলাএ জাতে ধান শীষের সাথে শক্তভাবে লেগে থাকে তবে আশা ধানের চেয়ে মজবুতি কিছু কমএ জাত শিলাবৃষ্টি-প্রবণ এলাকার জন্য খুবই উপযোগী

বিআর ১০: এ ধানের জনপ্রিয় নাম প্রগতিএজাতটি সহজে চেনা যাযকারণ ফুল ফোটার সময় শীষগুলো ডিগপাতার নিচে থাকে এবং ডিগপাতার শেষ প্রান- হঠা করেই সুচালো প্রগতিকে রোপা আমনের নাবী জাতের তালিকায় ফেলা যায়জাতটিতে আলোক-সংবেদনশীলতা আছেএ কারণে রোপণের জন্য ৪০-৫০ দিনের চারা ব্যবহার করা যায়তখন চারা বেশ লম্বা হয় এবং হাঁটু পানিতে সহজেই রোপণ করা যায়এ সব সুবিধার জন্য  খুলনার লবণাক্ত এলাকায় রোপা আমন মৌসুমে জাতটি জনপ্রিয় হয়ে উঠেছেএ জাতের লবণাক্ত সহনশীলতা  নেই, কিন' রোপা আমনে লবণাক্ত অঞ্চলে ক্ষেতে ২০-৩০ সেমি: গভীর পানি থাকায় লবণাক্ত মাত্রা ধানের ক্ষতিকারক পর্যায় (৪ডিএস/মিটার) এর নিচে থাকেস্বল্প আলোক সংবেদনশীলতার জন্য এ জাত জ্যৈষ্ঠের ২০-২৫ তারিখে বপন করলে কার্তিকের মাঝামাঝি সময়ে ফসল কর্তন করা যায়ফলে ঐ জমিতে সময় মতো গম, ডাল ও তেল ফসল আবাদ করা যায়

বিআর ১১ : এধানের জনপ্রিয় নাম মুক্তাএ ধানের ফুল ফোটার সময় শীষ ডিগপাতার উপরে থাকে এবং সহজেই দৃষ্টি কাড়েআমন মৌসুমের এ জাতটি সারা দেশে জনপ্রিয়মুক্তা ধান স্বল্প আলোক সংবেদনশীলতাবিশিষ্টস্বল্প আলোক সংবেদনশীলতার জন্য এ জাত জ্যৈষ্ঠের ২০-২৫ তারিখে বপন করলে কার্তিকের মাঝামাঝি সময়ে ফসল কাটা যায়; ফলে ঐ জমিতে সময়মতো গম, ডাল ও তেল ফসল আবাদ করা যায়

বিআর ১২ : বোরো ও আউশ মৌসুমের এ ধানের জনপ্রিয় নাম ময়নাএ ধানের গাছের নিচের অংশে বেগুনী রঙ দেখে জাতটি সহজে চেনা যায়এ জাতটি দেশের যে সকল অঞ্চলে আগাম রোপা আউশ হয় ঐ সব এলাকার জন্য খুবই ভাল জাত

বিআর ১৪ : এর জনপ্রিয় নাম গাজীবোরো ও আউশ মৌসুমের এ জাত ছড়া বের হবার পর ডিগপাতা কিছুটা হেলে যায়; ফলে শীষ উপরে দেখা যায় এবং দৃষ্টি আকর্ষণ করে  ছড়ার উপরি ভাগের ধানে হেলে শুঙ আছেধানের গাছ বেশ উঁচু এবং খুব মজবুত, তাই ধান পাকার সময় মাঠ কোমর সমান পানিতে তলিয়ে যায় নাএ জন্যে দেশের বিল অঞ্চলে বোরো মৌসুমে এটি খুবই জনপ্রিয়
বিআর ১৫ : বোরো ও আউশ মৌসুমে চাষাবাদের জন্য বিআর ১৫ নামে অনুমোদন লাভ করেএর জনপ্রিয় নাম মোহিনী এ জাতের চাল প্রায় স্থানীয় শানীয় ধানের মতো, কিন' এটি নাবী জাত

বিআর ১৬ : বোরো ও আউশ মৌসুমের এ ধানের জনপ্রিয় নাম শাহীবালামএ ধানের চাল পুরানো আমলের বালাম সমমানের এবং বর্তমানে মুড়ি তৈরি জন্য খ্যাতি লাভ করেছে
বিআর ১৭ : ব্রি এ জাতটিকে হবিগঞ্জ ও সুনামগঞ্জ হাওড় এলাকার উপযোগী বলে চূড়ান্ত ভাবে নির্বাচন করে বোরো মৌসুমে চাষের জন্য এ জাতটি অনুমোদন লাভ করেএ ধানের জনপ্রিয় নাম হাসি এ জাতের গাছ বেশ  উঁচু ও কান্ড শক্তফুল ফোটার সময় এ ধানের শীষগুলো ডিগপাতার উপরে  থাকে বলে সহজেই দৃষ্টি অকর্ষণ করে  এবং  জাতটির জীবনকাল মাধ্যম মেয়াদী

 বিআর ১৮ : ব্রি পরীক্ষা-নিরীক্ষার পর করে হবিগঞ্জ ও সুনামগঞ্জ  হাওড় এলাকার উপযোগী বলে চূড়ান্ত ভাবে নির্বাচন করেবোরো ও মৌসুমে এ জাতটি বিআর ১৮ নামে অনুমোদন লাভ করেএ ধানের জনপ্রিয় নাম শাহজালালএ জাতের গাছ বেশ  উঁচু  ও কান্ড মজবুত এবং নাবী

 বিআর ১৯ : জাতটি ধান পরীক্ষা কার্যক্রমের মাধ্যমে ব্রি-তে আসে এবং পরীক্ষা-নিরীক্ষায় এটি হবিগঞ্জ ও সুনামগঞ্জ  হাওড় এলাকার উপযোগী বলে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হযবোরো মৌসুমের এ জাতটি বিআর ১৯ নামে অনুমোদন লাভ করেএ ধানের জনপ্রিয় নাম মঙ্গলএর ডিগপাতা ছোট এবং কান্ডের সাথে আড়াআড়িভাবে অবস্থান করেফুল ফোটার সময় শীষ উপরে থাকে এবং দৃষ্টি আকর্ষণ করেএ জাতের গাছ বেশ উঁচু এবং ধান পাকা পর্যন- খাড়া থাকে এবং নাবী

বিআর ২০ : এ ধানের জনপ্রিয় নাম নিজামীএ জাতের ধানে অনেক সময় দাগ দেখা যায় জাতটি ছিটিয়ে, লাইন করে  এবং ডিবলিং করা যায়বোনা আউশের এ জাতটি দেশের বৃষ্টিবহুল অঞ্চলে, বিশেষ করে বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও ময়মনসিংহ জেলার জন্য উপযোগী

 বিআর ২১ : এ ধানের জনপ্রিয় নাম নিয়ামতজাতটি ছিটিয়ে,লাইন করে এবং ডিবলিং পদ্ধতিতে বোনা যেতে পারেবোনা আউশের এ জাতটি দেশের বৃষ্টিবহুল অঞ্চলে, বিশেষ করে বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও ময়মনসিংহ জেলার জন্য উপযোগী

বিআর ২২ : আমন মৌসুমের উপযোগীএ ধানের নাম কিরণএটি একটি আলোক সংবেদনশীল নাবী জাত ঠিক নাইজারশইলের মতোএর চাল আর নাইজারশাইলের মধ্যে পার্থক্য নেই বললেই চলে; আবার ফলনও হয় দ্বিগুণদেশের বন্যাপ্রবণ এলাকায় বন্যা পরবর্তী সময়ে যে জমিতে যেভাবে নাইজারশাইলের চারা রোপণ করা হয় সে সময়ে ওই জমিতে একই নিয়মে কিরণ রোপণ করা যাবেকিরণে প্রতি হেক্টর ১ টন ফলনও বেশি পাওয়া যাবেরোপণের পর কিছু পরিচর্যা, যেমন জমিতে পানি সংরক্ষণ ও পরিমাণ মতো নাইট্রোজেন সার প্রয়োগ করতে হয়জোয়ার-ভাটা অঞ্চলে কিরণ ধানের ৪০-৫০ দিনের চারা ১-১৫ আশ্বিন পর্যন- রোপণ করা যায়১৫ আশ্বিনের পর এ ধান রোপণ করা উচিত নয় প্রচলিত কুমড়াগইর, সাদামোটা ইত্যাদি ধানের সাথেই ধান কাটা যায় এবং প্রতি হেক্টরে কমপক্ষে ১ টন ফলন বেশি পাওয়া যায়

বিআর ২৩ : এ ধানের জনপ্রিয় নাম দিশারীএ ধানের চারা ও গাছ বেশ উঁচু ও কান্ড খুবই শক্তএটি একটি আলোক-সংবেদনশীল নাবী জাততাছাড়া এ ধান কিছুটা লবনাক্ততা সহনশীলএসব গুণাবলীর  জন্য জাতটি খুলনা  ও বাগেরহাট অঞ্চলে রোপা আমনে খুবই জনপ্রিয়বিআর ২২ ধানের মতোই বিআর ২৩ বন্যা-পরবর্তী এবং জোয়ার ভাটা অঞ্চলে নাবী রোপা আমন হিসেবে চাষাবাদের জন্য উপযোগী

বিআর ২৪ : আউশ মৌসুমের উপযোগীএ ধানের জনপ্রিয় নাম রহমতএ জাতের গাছ খুবই শক্ত ফুল ফোটার সময় শীষ ডিগপাতার উপর থাকে এবং সহজেই দৃষ্টি আকর্ষণ করেএ ধানের চাল খুবই সুন্দরজাতটি ছিটিয়ে,লাইন করে  এবং ডিবলিং  পদ্ধতিতে বোনা যায় রহমত কেবল বৃষ্টিবহুল এলাকার  জন্য উপযোগী

বিআর ২৫ : আমন মৌসুমের উপযোগী এ ধানের জনপ্রিয় নাম নয়াপাজামএ ধানের রং ও আকৃতি এবং চালের আকার একদম পাজামের মতোউপরন্তু এ ধান ৫-৭ দিন আগাম, গাছ অনেক মজবুত এবং ফলন দেয় বেশিএ ধানের জীবন কাল মধ্য মমেয়াদীতাই আষাঢ়ের শুরুতে বপন করলে কার্তিকের মাঝামাঝি সময়ে কেটে রবি ফসল চাষাবাদ করা যায়

বিআর ২৬ : বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটিকে রোপা আউশের জাত হিসেবে চুড়ান্ত ভাবে নির্বচান করা হয়এ ধানের জনপ্রিয় নাম শ্রাবণীএটি আগাম জাতএর কান্ড শক্ত এবং ফুল ফোটার সময় শীষ ডিগপাতার উপর থাকেতাই সহজেই দৃষ্টি আকর্ষণ করেএর চাল বালামের অনুরূপকিন্তু ভাত নরম ও কিছুটা আঠালোধান শুকানোর পর দুই তিন মাস  সংরক্ষণ করলে আঠালো ভাব অনেকাংশে দুরীভুত হয়

ব্রি ধান ২৭ : ধানের গোড়ার দিকে পাতার খোল কিছুটা বেগুনি রঙের এবং ধানের মাথায় বেগুনি রঙের ফোঁটা আছেধান পাকার সাথে সাথে এ ফোঁটা ঝরে পড়ে যায়এ জাতের গাছ উঁচু হলেও কিছুটা ঢলে পড়া প্রতিরোধ ক্ষমতাসম্পন্নস্থানীয় জাত গুলো যখন ধান পাকার আগেই ঢলে পড়ে যায় তখন এ ধান মজবুতির সাথে দাঁড়িয়ে থাকেবরিশাল পটুয়াখালী জেলার অলবণাক্ত জেয়ার-ভাটা কবলিত জমিতে বোনা ও রোপা আউশ হিসেবে চাষাবাদের জন্য জাতটি খুবই উপযোগী

ব্রি ধান ২৮ : এটি বোরো মৌসুমের আগাম জাত হিসেবে অনুমোদন লাভ করেএ ধানের ডিগপাতা হেলে যায় এবং শীষ উপরে  থাকে; ফলনেও ভাল তাই এর জনপ্রিয়তা ঘরে ঘরে 

ব্রি ধান ২৯ : এটা বোরো মৌসুমের আগাম নাবী জাতের ধানএর সার গ্রহণ ক্ষমতা যেমন বেশি তেমনে কান্ড মজবুত আর ফলনের পরিমাণ সর্বোচ্চ গুনে ও মানে ব্রি ধান ২৯ সকল আধুনিক ধানের সেরা

ব্রি ধান ৩০ : আমন মৌসুমের এ জাতের ধানের আকার, রঙ, গাছের এবং জীবনকাল প্রায় বিআর-১০ এর মতোপার্থক্য শুধু ডিগপাতায় যা শেষ প্রান্ত পর্যন্ত ক্রমশ সুচালুএর স্বল্প আলোক সংবেদনশীলতা আছেতাই এর আবাদ পদ্ধতি বিআর ১০ এর অনুরূপ 

ব্রি ধান ৩১ : আমন মৌসুমের এ ধানে মৃদু আলোক-সংবেদনশীলতা থাকলেও বিআর ১১ এর চেয়ে ৫-৬ দিন আগামধানের রঙ ও আকৃতি বিআর ১১ এর মতোই, তবে আকারে একটু বড়শীষ দেখতে আকর্ষণীয়, ধানের গাঁথুনি ঘন এবং শীষের গোড়ায় কিছু চিটা হয়এ ধানের চাষাবাদ বিআর ১০ বা বিআর ১১ এর অনুরূপ

ব্রিধান ৩২ : জাতটি আলোক-সংবেদনশীল নয় বলে আষাঢ়-শ্রাবণ মাসের মধ্যে যখনই বীজ বপন করা হোক না কেন এর জীবনকাল ১৩০ দিনএ সুবাদে জমিভেদে এ জাতের বপন-রোপণ নির্ধারণ করে অতি সহজেই রবি ফসল, যেমন গম, সরিষা ইত্যাদি সঠিক সময়ে বপন করা যায়এ ধান গাছের মজবুতি কিছুটা কম বলে ঢলে পড়ার প্রবণতা দেখা যায়সঠিক মাত্রায় সার ব্যবহারে তা অনেকটা প্রতিরোধ করা যায়আবার ভাদ্রেও প্রথম সপ্তাহে রোপণ করলে গাছের উচ্চতা কমে এবং কান্ডের মজবুতি বাড়ে

ব্রি ধান ৩৩ : এটি রোপা আমনের সবচাইতে আগাম জাত এবং কোন আলোক সংবেদনশীলতা নেই এ জন্য ব্রি ধান-৩২ এর মতো এ ধানের চাষাবাদের পর অনায়াসেই সব রকম রবি ফসল করা যায় এর কান্ড মজবুতগাছের পাতা প্রচলিত জাতের চেয়ে সামান্য চওড়া এবং ডিগপাতায় আগার দিক থেকে ২-৩ সেন্টিমিটার নিচে কোঁচকানো ভাঁজ আছেধানের খোসায় ভাঁজে ভাঁজে হালকা বাদামি রঙ আছেএ জাতটি আগাম তাই এর বীজ বপনের তারিখটি তালিকা ২ দেখে নিতে হবেআগাম বপন করলে আগাম পাকবেতবে তাতে ইঁদুর, পোকা, বৃষ্টি ইত্যাদিতে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি থাকবে

ব্রি ধান ৩৪ : এটি একটি সুগন্ধি জাতএ ধান কালিজিরা ধানের মতো ছোট এবং ঘ্রাণ কালিজিরার কাছাকাছিআমন মৌসুমের এ ধানের চাল পোলাও তৈরির জন্য খুবই উপযোগীএ ধানে আলোক সংবেদনশীলতা আছেগাছ বেশ দুর্বলতাই ফলন বৃদ্ধিও জন্য এর বপন কিছুটা পরে অর্থা শ্রাবণের দ্বিতীয় সপ্তাহে করা উচিত

ব্রি ধান ৩৫ : এটি বাদামি গাছফড়িং প্রতিরোধশীল জাত হিসেবে চাষাবাদের জন্য অনুমোদন লাভ করে

ব্রি ধান ৩৬ : এটি ঠান্ডা সহিষ্ণু বোর ধানের জাত হিসেবে নির্বাচন করা হয় এবং ব্রি ধান ৩৬ নামে অনুমোদন লাভ করেব্রি ধান-২৮ এর মতোই এটি একটি আগাম জাত এবং চাল বালামের মতো

ব্রি ধান ৩৭ : রোপা আমন মৌসুমের এ ধানের গাছ কাটারিভোগের চেয়ে অনেক মজবুত, কিন' ৫-৭ দিন নাবীধানের রঙ, চালের আকার ও ঘ্রাণ ঠিক কাটারিভোগের অনুরূপএ ধানের শীষ দেখতে আকর্ষণীয় এবং শীষে ধানের গাঁথুনি বেশ ঘনধানের শেষপ্রান- একটু বাঁকা এবং সুচালো থেকে ছোট শুঙ দেখা যায়এর ভাত ও পোলাও কাটারিভোগের সমতুল্য জাতটি আলোক সংবেদনশীলঅধিক উপাদন নিশ্চিত করতে শ্রাবণের দ্বিতীয় সপ্তাহে বীজ বপন করা এবং প্রয়োজনে সম্পূরক সেচ দিতে হবে

ব্রিধান ৩৮ :  এর গাছ বাসমতি (ডি)-এর চেয়ে অনেক মজবুতধানের রঙ ও শুঙ সোনালী সাদা ব্রিধান ৩৮ এর চাল ও ঘ্রাণ বাসমতি (ডি) এর অনুরূপভাত ও পোলাও দুটোই খুব সুন্দরএ ধানের চালে সুগন্ধি আছেরোপা আমনের এ জাতটি আলোক সংবেদনশীল অধিক উপাদন নিশ্চিত করতে শ্রাবণের দ্বিতীয় সপ্তাহে বীজ বপন করা এবং প্রয়োজনে সম্পূরক সেচ দিতে হবে

ব্রিধান ৩৯ : রোপা আমন মৌসুমের উপযোগী এ ধানের কান্ড মজবুত, তাই ঢলে পড়ে নাপ্রচলিত জাতের চেয়ে এর ডিগপাতা একটু চওড়া এবং খাড়াব্রিধান ৩২ ও ব্রি ধান ৩৩ এর মতো এ জাতের বীজ বপন ও রোপণের তারিখ নির্ধারণ করে পরবর্তী রবি ফসল করা যায় তবে এ জাতের ধান কোন ক্রমেই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে বপন করা উচিত নয়; কারণ জাতটি ফুল ফোটার সময় উচ্চতাপ সহনশীল নয়

ব্রি হাইব্রিড ধান ১ : ব্রি উদ্ভাবিত প্রথম হাইব্রিড ধানের জাতটি ব্রি ধান ২৯ এর চেয়ে প্রায় ১ টন বেশি ফলন দেয়এটি যশোর ও বরিশাল অঞ্চলে চাষাবাদের জন্য অনুমোদন লাভ করে এর কান্ড ও পাতা ঘন সবুজ ও খাড়াকান্ড শক্ত বলে গাছ হেলে পড়ে নাএ ধানের চাষাবাদ পদ্ধতি একটু আলাদা

ব্রি ধান ৪০ : এটি একটি সংবেদনশীল ধানএ ধান চারা ও থোড় অবস্থায় ৮ ডিএস/মিটার লবণাক্ততা প্রতিরোধ করতে পারেদেশের উপকূলীয় অঞ্চলের যে জমিতে রাজাশাইল, কাজলশাইল, পাটনাই, মরিচশাইল ইত্যাদি স্থানীয় জাতের চাষাবাদ হচ্ছে ঐ সব জমিতে এ জাতের প্রতি হেক্টরে ফলন ৪.০-৪.৫ টনএ জাতের গাছ মজবুতপ্রচলিত জাতের মতো এর ডিগপাতা একটু চওড়া, কিন্তু গাছ উচ্চতায় অনেকটা ছোটএ জাতের জীবনকাল কাজলশাইলের সমান এবং পাটনাই ও মরিচশাইলের চেয়ে ৮-১৫ দিন আগামজাতটি আলোক সংবেদনশীল হওয়ায় প্রয়োজনে ৩০-৫০ দিনের চারা এক হাঁটু পরিমাণ(২৫-৩০ সেন্টিমিটার) পানিতে সহজেই রোপণ করা যায়চালের পেটে কিঞ্চিত সাদাটে দাগ আছেধান সিদ্ধ করলে তা থাকে নাএর শীষের অগ্রভাগের কোন কোন ধানে শুঙ থাকে
ব্রি ধান ৪১ : এটি রোপা আমন মৌসুমের উপযোগী একটি আলোক সংবেদনশীল ধানএ ধান চারা ও থোড় অবস্থায় ৮ ডিএস/মিটার লবণাক্ততা প্রতিরোধ করতে পারেদেশের উপকূলীয় অঞ্চলের যে জমিতে রাজাশাইল, কাজলশাইল, পাটনাই, মরিচশাইল ইত্যাদি স্থানীয় জাতের চাষাবাদ হচ্ছে ঐ সব জমিতে এ জাতের প্রতি হেক্টরে ফলন ৪.০-৪.৫ টনএ জাতের গাছ মজবুতপ্রচলিত জাতের মতো এর ডিগপাতা একটু চওড়া, কিন্তু গাছ উচ্চতায় অনেকটা ছোটএর জীবনকাল ব্রি ধান ৪০-এর চেয়ে এক সপ্তাহ নাবীজাতটির চারা প্রয়োজনে ৩০-৫০ দিনের হলে এক হাঁটু পরিমাণ পানিতে সহজেই রোপণ করা যায়ধানে কোন শুঙ নেইআবার দেখতে বিআর ২৩ এর অনুরূপ, কিন' জীবনকাল ৮-১০ দিন আগাম

 ব্রি ধান ৪২ : ফলন প্রতি হেক্টর ৩.৫ টনএটি বোনা আউশের আগাম জাত এবং মোটামুটি ক্ষরা সহিষ্ণুবোনা আউশ মৌসুমে দেশের খরাপ্রবণ এলাকা বিশেষ করে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা এবং বৃষ্টিবহুল উভয় এলাকায় চাষাবাদের জন্য জাতটি উপযোগীএটি ছিটিয়ে, লাইন করে ও ডিবলিং পদ্ধতিতে বোনা যায়
ব্রি ধান ৪৩ : ফলন প্রতি হেক্টর ৩.৫ টনএর কান্ড শক্ততাই সহজে বাতাসে গাছ হেলে পড়ে নাশীষের উপরি ভাগের ২-৪ টা ধানের ছোট শুঙ দেখা যায়জাতটি মোটামুটি খরা সহিষ্ণু এবং আগাম বোনা আউশ মৌসুমে দেশের খরাপ্রবণ এলাকা বিশেষ করে ঝিনাইদহ,কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা এবং বৃষ্টিবহুল উভয় এলাকার জন্য জাতটি উপযোগীএটি ছিটিয়ে,লাইন করে এবং ডিবলিং পদ্ধতিতে বপন করা যায়
ব্রি ধান ৪৪ : এটি দেশের জোয়ার ভাটা অঞ্চলের একটি রোপা আমন ধানের জাতএ ধান দক্ষিণ অঞ্চলের কৃষকদের কাছে জনপ্রিয়বিআর ১১-এর মতোই এ ধান স্বাভাবিক রোপা আমনে চাষ করা যায়, তবে অলবণাক্ত জোয়ার ভাটা এলাকায় যেখানে ৫০-৬০ সেন্টিমিটার পর্যন্ত জোয়ারের পানি আসে সেখানে চাষের উপযোগীজাতটি কিছুটা টুংরো রোগ প্রতিরোধীস্থানীয় জাত মৌ লতার চেয়ে এর ফলন প্রায় দ্বিগুণ এবং জোয়ার ভাটা প্রবণ জমিতে বিআর ১১ ও ব্রিধান ৩১ এর চেয়ে ফলন প্রতি হেক্টরে ১ টন বেশি জাতটি বিআর ১১ এর চাইতে ১০-১৫ সেন্টিমিটার লম্বা হওয়া সত্বেও কান্ড শক্ত থাকায় সহজে হেলে পড়ে নাএর চাল মোটা হওয়ায় এটি দেশের দক্ষিণাঞ্চলের কৃষকের কাছে প্রিয়
ব্রি ধান ৪৫ : এটি বোরো মৌসুমে আগাম জাত হিসেবে চাষাবাদের জন্য অনুমোদন লাভ করেএর গাছ ব্রি ধান ২৮ এর চেয়ে অধিক মজবুতডিগপাতা লম্বা এবং খাড়াএর জীবনকাল ব্রি ধান ২৮- এর সমান, কিন্তু ফলন বেশি

ব্রি ধান ৪৬ : রোপা আমন মৌসুসের উপযোগীএ জাতটি আলোক সংবেদনশীলতায় ঠিক নাইজারশাইলের মতোতাই দেশের বন্যা প্রবণ এলাকায় এর নাবীতে রোপণের উপযোগিতা পর্যবেক্ষণ করা হয় ফলাফলে দেখা গেছে, ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে ২৫-৩০ দিনের চারা রোপণ করলে প্রচলিত নাইজারশাইল এবং বিআর ২২-এর চেয়ে ব্রি ধান ৪৬ প্রতি হেক্টরে ১.০-১.৫ টন ফলন বেশি দেয়কিন' জীবনকাল বিআর ২২-এর সমানএ জাতের গাছের আকৃতি ও ধান দেখতে বিআর ১১ এর মতোজাতটি নাবীতে রোপণ ছাড়াও প্রচলিত রোপা আমনের জাত হিসেবেও চাষাবাদ করা যায়
ব্রি ধান ৪৭ : এ জাতটি সাতক্ষীরার লবণাক্ত এলাকায় বোরো মৌসুমে চাষাবাদের জন্য নির্বাচন করা হয়জাতটির প্রধান বৈশিষ্ট্য হলো, এটি চারা অবস্থায় ১২-১৪ ডিএস/মিটার এবং বাকি জীবনকালব্যাপী ৬ ডিএস/মিটার লবণাক্ততা প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতটির ডিগপাতা ব্রি ধান ২৮- এর চেয়ে চওড়া, খাড়া এবং লম্বাএর চালের পেটে সাদা দাগ আছে তবে ধান সিদ্ধ করলে ঐ সাদা দাগ থাকে নাএ জাতটি লবণাক্ত অঞ্চলের যেখানে সেচের পানির লবণাক্ততা মাত্রা ৪ ডিএস/মিটার পর্যন- আছে সেখানে অনায়াসেই বোরো মৌসুমে এর আবাদ করা যাবে

ব্রি ধান ৪৮ : ধারে জাত ও অবমুক্তির বছর ২০০৮ মৌসুম আউশ, উচ্চতা ১০৫ সেমি, জীবনকাল ১১০ দিন,জাতের বৈশিষ্ট্য চাল মাঝারি মোটা, ভাত ঝরঝরে, ধানের গড় ফলন ৫.৫ টন/হেক্টর

ব্রি ধান ৪৯ : ধারে জাত ও অবমুক্তির বছর ২০০৮ মৌসুম আমন, উচ্চতা ১০০ সেমি, জীবনকাল ১৩৫ দিন,জাতের বৈশিষ্ট্য চাল মাঝারি চিকন,নাইজারশাইলের মতো এবং বিআর ১১ থেকে ৭ দিন আগাম, ভাত ঝরঝরে, ধানের গড় ফলন ৫.৫ টন/হেক্টর

ব্রি ধান ৫০ : ধারে জাত ও অবমুক্তির বছর ২০০৮(বাংলামতি) মৌসুম বোরো, উচ্চতা ৮২ সেমি, জীবনকাল ১৫৫ দিন, জাতের বৈশিষ্ট্য চাল লম্ব,চিকন, সুগন্ধি ও সাদা, ধানের গড় ফলন ৬.০ টন/হেক্টর

ব্রি হাইব্রিড ধান ১ : ধারে জাত ও অবমুক্তির বছর ২০০১ মৌসুম বোরো, উচ্চতা ১১০ সেমি, জীবনকাল ১১৫ দিন, জাতের বৈশিষ্ট্য চাল মাঝারি চিকন, স্বাচ্ছ ও সাদা, ধানের গড় ফলন ৮.৫ টন/হেক্টর

ব্রি হাইব্রিড ধান ২ : ধারে জাত ও অবমুক্তির বছর ২০০৮ মৌসুম বোরো, উচ্চতা ১০৫ সেমি, জীবনকাল ১৪৫ দিন, জাতের বৈশিষ্ট্য চাল মাঝারি মোটা এবং আগাম, ধানের গড় ফলন ৮.০ টন/হেক্টর

ব্রি হাইব্রিড ধান ৩ : ধারে জাত ও অবমুক্তির বছর ২০০৯ মৌসুম বোরো, উচ্চতা ১১০ সেমি, জীবনকাল ১৪৫ দিন, জাতের বৈশিষ্ট্য চাল মাঝারি মোটা এবং আগাম, ধানের গড় ফলন ৯.০ টন/হেক্টর

ধানের পোকামাকড়

 বাংলাদেশে মোট ফসলী জমির প্রায় ৭৬% জমিতে ধান চাষ করা হয়এর প্রায় ৭০% জমিতেই আধুনিক জাতের ধান চাষ করা হচ্ছবর্তমানে দেশে প্রায় ১০ লক্ষ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান আবাদ করা হচ্ছেস্থানীয় জাতের তুলনায় এসব জাতে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়এসব আধুনিক জাতের ভাল ফলন পাওয়ার জন্য স্থানীয় জাতের তুলনায় বেশি সার ও সেচ দিতে হয়এজন্য পোকামাকড়ের আক্রমণও বৃদ্ধি পায়১৯৮৫ সালে এ দেশে ধান ফসলের জন্য ক্ষতিকর ১৭৫ প্রজাতির পোকাকে শক্ত করা হয় (করিম ১৯৮৫)পরবর্তীতে২০০৩ সালে ২৬৬টি প্রজাতির পোকাকে ধানের ক্ষতিকর পোকা হিসেবে শনাক্ত করা হয় (ইসলাম ও অন্যান্য ২০০৩)এর মধ্যে সব পোকা সব মৌসুমে বা সব জায়গার ধান ফসলে ক্ষতি করে না২০ প্রজাতির পোকাকে ধান ফসলের সাধারণ ও গুরুত্বপূর্ণ ক্ষতিকর পোকা হিসেবে বিবেচনা করা হয়তবে বাংলাদেশে মাজরা, পামরি, বাদামী গাছ ফড়িং ধানের প্রধান তিনটি ক্ষতিকর পোকা  

সূচিপত্র

১.         ধানের পোকামাকড়
১.১        মাজরা পোকা
 ১.২       নলি মাছি
 ১.৩       পাতা মাছি
 ১.৪       পামরী পোকা
 ১.৫       চুংগী পোকা
 ১.৬       পাতা মোড়ানো পোকা
 ১.৭       লেদা পোকা
 ১.৮       লম্বাশুঁড় উড়চুঙ্গা
 ১.৯       ঘাস ফড়িং
 ১.১০      সবুজ শুঁড় লেদা পোকা
 ১.১১      ঘোড়া পোকা
 ১.১২      সবুজ পাতা ফড়িং
 ১.১৩      আঁকাবাঁকা পাতা ফড়িং
 ১.১৪      থ্রিপস
 ১.১৫      বাদামী গাছ ফড়িং
 ১.১৬      সাদা পিঠ গাছ ফড়িং
 ১.১৭      ছাতরা পোকা
 ১.১৮      গান্ধি পোকা
 ১.১৯      শীষকাটা লেদা পোকা
 ১.২০     উরচুংগা
 ১.২১      গুদামজাত শস্যের পোকা
 ১.২১.১   কেড়ি পোকা
 ১.২১.২   লেসার গ্রেইন বোরার
 ১.২১.৩   অ্যাঙ্গোময়েস গ্রেইন মথ
 ১.২১.৪   রেড ফ্লাওয়ার বিট্



মাজরা পোকা  
তিন ধরনের মাজরা পোকা বাংলাদেশের ধান ফসলের ক্ষতি করেযেমন- হলুদ মাজরাকালো মাথা মাজরা এবং গোলাপী মাজরা মাজরা পোকার কীড়াগুলো কান্ডের ভেতরে থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ডিগ পাতার গোড়া খেয়ে কেটে ফেলেফলে ডিগ পাতা মারা যায়একে  ‘মরা ডিগবা ডেডহার্ট বলেগাছে শীষ আসার পূর্ব পর্যন্ত এ ধরনের ক্ষতি হলে মরা ডিগ দেখতে পাওয়া যায়থোড় আসার আগে মরা ডিগ দেখা দিলে বাড়তি কিছু কুশী উপাদন করে গাছ আংশিকভাবে ক্ষতি পূরণ করতে পারে

ক্রিসেক রোগের অথবা ইঁদুরের ক্ষতির নমুনার সাথে মাঝে মাঝে মাজরা পোকা দ্বারা সৃষ্ট ক্ষত মরা ডিগ বলে ভুল হতে পারেমরা ডিগ টান দিলেই সহজে উঠে আসেএ ছাড়া ক্ষতিগ্রস্ত গাছের কান্ডে মাজরা পোকা খাওয়ার দরুণ ছিদ্র এবং খাওয়ার জায়গায় পোকার মল দেখতে পাওয়া যায়

শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে স¤পূর্ণ শীষ শুকিয়ে যায়একে সাদা শীষ’, ‘মরা শীষবা হোয়াইট হেডবলেখরায় বা ইঁদুরের ক্ষতির নমুনা হোয়াইট হেড-এর মত দেখা যেতে পারেকীড়া যদি পাতার খোলের ভেতরে খায় এবং কান্ডের ভেতরের অংশ স¤পূর্ণভাবে কেটে না দেয় তাহলে ধানগাছের আংশিক ক্ষতি হয় এবং শীষের গোড়ার দিকের কিছু ধান চিটা হয়ে যায়

মাজরা পোকার আক্রমণ হলে, কান্ডের মধ্যে কীড়া, তার খাওয়ার নিদর্শন ও মল পাওয়া যায়, অথবা কান্ডের বাইরের রং বিবর্ণ হয়ে যায় এবং কীড়া বের হয়ে যাওয়ার ছিদ্র থাকেগাছে মাজরা পোকার ডিমের গাদা দেখলে বুঝতে হবে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছেহলুদ মাজরা পোকা পাতার ওপরের অংশে ডিম পাড়ে এবং গোলাপী মাজরা পোকা পাতার খোলের ভিতরের দিকে ডিম পাড়েহলুদ মাজরা পোকার ডিমের গাদার ওপর হালকা ধূসর রঙের একটা আবরণ থাকেকালোমাথা মাজরা পোকার ডিমের গাদার ওপর মাছের আঁশের মত একটা সাদা আবরণ থাকে, যা ডিম ফোটার আগে ধীরে ধীরে গাঢ় রং ধারণ করে
 
মাজরা পোকার কীড়াগুলো ডিম থেকে ফুটে রেরুবার পর আস্তে আস্তে কান্ডের ভেতরে প্রবেশ করেকীড়ার প্রথমাবস্থায় এক একটি ধানের গুছির মধ্যে অনেকগুলো করে গোলাপী ও কালোমাথা মাজরার কীড়া জড়ো হতে দেখা যায়কিন্তু হলুদ মাজরা পোকার কীড়া ও পুত্তলীগুলো কান্ডের মধ্যে যে কোন জায়গায় পাওয়া যেতে পারে
আলোর চার পাশে যদি প্রচুর মাজরা পোকার মথ দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ক্ষেতের মধ্যে মথগুলো ডিম পাড়া শুরু করেছে

দমন ব্যবস্থাপনা
#    নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় মাজরা পোকার মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেললে মাজরা পোকার সংখ্যা ও ক্ষতি অনেক    কমে যায়থোর আসার পূর্ব পর্যন্ত হাতজাল দিয়ে মথ ধরে ধ্বংস করা যায়
#    ক্ষেতের মধ্যে ডালপালা পুঁতে পোকা খেকো পাখির বসার সুযোগ করে দিলে এরা পূর্ণবয়¯ক মথ খেয়ে এদের সংখ্যা কমিয়ে ফেলে
#    মাজরা পোকার পূর্ণ বয়¯ক মথের প্রাদুর্ভাব যখন বেড়ে যায় তখন ধান ক্ষেত থেকে ২০০-৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়
#    যে সব অঞ্চলে হলুদ মাজরা পোকার আক্রমণ বেশী, সে সব এলাকায় সম্ভব হলে চান্দিনার (বি আর ১) মত হলুদ মাজরা পোকা প্রতিরোধ স¤পন্ন জাতের ধান চাষ করে আক্রমণ প্রতিহত করা যায়
#    ধানের জমিতে শতকরা ১০-১৫ ভাগ মরা ডিগ অথবা শতকরা ৫ ভাগ মরা শীষ পাওয়া গেলে অনুমোদিত কীটনাশক   (যেমন- ডায়াজিনন ৬০ ইসি, কার্বোফুরান ৫জি, ফেনিট্রথিয়ন ৫০ ইসি ইত্যাদি) ব্যবহার করা

গলমাছি বা নলিমাছি
এ পোকার আক্রামণের ফলে ধান গাছের মাঝখানের পাতাটা পিঁয়াজ পাতার মত নলাকার হয়ে যায়এ জন্য এ পোকার ক্ষতির নমুনাকে পিঁয়াজ পাতা গলবা নলবলা হয়ে থাকেএ গলের বা নলের প্রথমাবস্থায় রং হালকা উজ্জ¦ল সাদা বলে একে সিলভার শুটবা রূপালী পাতা বলা হয়পেঁয়াজ পাতা গল বড় বা ছোট হতে পারেছোট হলে সনাক্ত করতে অনেক সময় অসুবিধা হয়গল হলে সে গাছে আর শীষ বের হয় নাতবে গাছে কাইচ থোড় এসে গেলে গলমাছি আর গল সৃষ্টি করতে পারেনা
গাছের মাঝখানের পাতাটা গল বা পিঁয়াজ পাতার মত হয়ে যায়তারই গোড়ায় বসে গলমাছির কীড়াগুলো খায়কীড়াগুলো এই গলের মধ্যেই পুত্তলীতে পরিণত হয় এবং এই গলের একেবারে ওপরে ছিদ্র করে পুত্তলী থেকে পূর্ণ বয়¯ক গলমাছি বেরিয়ে আসেশুধু পুত্তলীর কোষটা সেখানে লেগে থাকে পূর্ণ বয়স্ক গলমাছি দেখতে একটা মশার মতস্ত্রী গলমাছির পেটটা উজ্জল লাল রঙের হয়এরা রাতে আলোতে আসে, কিন্তু দিনের বেলায় বের হয় নাস্ত্রী গলমাছি সাধারণতঃ পাতার নীচের পাশে ডিম পাড়ে, তবে মাঝে মধ্যে পাতার খোলের উপরও ডিম পাড়ে
গলমাছির বাসরিক বংশবৃদ্ধি মৌসুমী আবহাওয়ার ওপর নির্ভর করেশু®ক মৌসুমে গলমাছি নির্জীব থাকে এবং ঝরা ধান বা ঘাসের মধ্যে পুত্তলী অবস্থায় বেঁচে থাকেবর্ষা মৌসুম শুরু হলেই পূর্ণ বয়স্ক গলমাছি তপর হয়ে ওঠে এবং ঘাস জাতীয় বিকল্প গাছের খাদ্য খেয়ে এক বা একাধিক বংশ অতিক্রম করে  ঘাস জাতীয় গাছে গলমাছির এক একটি জীবনচক্র স¤পূর্ণ হতে ৯-১৪ দিন এবং ধানের ওপর ৯-২৪ দিন সময় লাগেধানের চারা অবস্থা থেকে যদি আক্রমণ শুরু হয় তাহলে কাইচ থোড় অবস্থা আসা পর্যন্ত সময়ে এ পোকা কয়েকবার জীবনচক্র স¤পূর্ণ করতে পারে যে সমস্ত অঞ্চলে শুধু শুষ্ক ও বর্ষা মৌসুম বিদ্যমান, সে সব অঞ্চলে বর্ষা মৌসুমের আগাম ধান ক্ষতি এড়িয়ে যেতে পারেবর্ষা মৌসুমের শেষের দিকে রোপণ করলে সমূহ ক্ষতির সম্ভাবনা থাকেবর্ষা মৌসুমে বেশী আক্রান্ত হয়ে থাকলে শু®ক মৌসুমে সেচের আওতাভুক্ত ধানক্ষেত আক্রান্ত হতে পারে

দমন ব্যবস্থাপনা
#    আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়¤  গলমাছি ধরে ধ্বংস করা
#    শতকরা ৫ ভাগ পিঁয়াজ পাতার মতো হয়ে গেলে অনুমোদিত  কীটনাশক ব্যবহার করা

পাতামাছি
পাতা মাছির কীড়া ধান গাছের মাঝখানের পাতা থেকে পুরোপুরি বের হওয়ার আগেই পাতার পাশ থেকে খাওয়া শুরু করে, ফলে ঐ অংশের কোষগুলো নষ্ট হয়ে যায়মাঝখানের পাতা যত বাড়তে থাকে ক্ষতিগ্রস্থ অংশ ততই স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়পাতামাছির এই ধরনের ক্ষতির ফলে কুশী কম হয় এবং ধান পাকতে বাড়তি সময় লাগতে পারেচারা থেকে শুরু করে কুশী ছাড়ার শেষ অবস্থা পর্যন্ত ধান গাছ এই পোকা দ্বারা আক্রান্ত হতে পারেযে সমস্ত ক্ষেতে প্রায় সব সময়ই দাঁড়ানো পানি থাকে সে সব ক্ষেতেই এই পোকা বেশী আক্রমণ করে

পূর্ণ বয়¯ক পাতা মাছি ২ মিলিমিটার লম্বা হয়এরা পাতার উপরে একটা করে ডিম পাড়েডিম ফোটার পর কীড়াগুলো কান্ডের মাঝখানে ঢুকে কান্ডের ভেতরে অবস্থিত কচি মাঝ পাতার পাশ থেকে খেতে শুরু করেকীড়াগুলো কান্ডের ভেতরে কচি পাতার রঙের মতোই সবুজ মিশ্রিত হলদে রঙের হয়ে থাকেএরা গাছের বাইরের পাতার খোলে এসে পুত্তলীতে পরিণত হয়পাতামাছির জীবনচক্র ৪                  সপ্তাহে পূর্ণ হয়

দমন ব্যবস্থাপনা
#    আক্রান্ত জমি থেকে দাঁড়ানো পানি সরিয়ে দেয়া
#    শতকরা ২৫ ভাগ ধানের পাতা ক্ষতিগ্রস্ত হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা

পামরী পোকা
পূর্ণবয়¯ক পামরী পোকার গায়ের রং কালো এবং পিঠে কাঁটা আছেপূর্ণবয়¯ক ও তাদের কীড়াগুলো উভয়ই ধান গাছের ক্ষতি করেপূর্ণবয়¯ক পামরী পোকা পাতার সবুজ অংশ কুরে কুরে খাওয়ার ফলে ক্ষতিগ্র¯ত পাতার ওপর লম্বালম্বি কয়েকটি সমান্তরাল দাগ দেখতে পাওয়া যায়বেশী ক্ষতিগ্রস্থ ক্ষেতের পাতাগুলো শুকিয়ে পুড়ে যাওয়ার মত মনে হয়এরা পাতার উপরের সবুজ অংশ এমন ভাবে খায় যে শুধু নীচের পর্দাটা বাকী থাকেএকটি ক্ষতিগ্রস্ত ক্ষেতে অনেক পূর্ণ বয়¯ক পামরী পোকা দেখা  যেতে পারেপূর্ণ বয়¯ক পোকাগুলো পূর্ববর্তী ধান ফসল থেকে নতুন ক্ষেত আক্রমণ করেসাধারণতঃ বাড়ন্ত  গাছ আক্রান্ত বেশী হয় এবং ধান পাকার সময় পোকা থাকে নাস্ত্রী পামরী পোকা পাতার নীচের দিকে ডিম পাড়েকীড়াগুলো পাতার দুই পর্দার মধ্যে সুড়ঙ্গ করে সবুজ অংশ খেয়ে ফেলেঅনেকগুলো কীড়া এভাবে খাওয়ার ফলে পাতা শুকিয়ে যায়কীড়া এবং  পুত্তলীগুলো সুড়ঙ্গের মধ্যেই থাকে পামরী পোকা  ৩-৪ সপ্তাহের মধ্যে জীবন চক্র স¤পূর্ণ করে

দমন ব্যবস্থাপনা
#    হাতজাল বা গামছা দিয়ে পোকা ধরে মেরে ফেলুন
#    গাছে কুশী ছাড়ার শেষ সময় পর্যন্ত পাতার গোড়ার ২-৩ সেমি (প্রায় ১ ইঞ্চি) উপর থেকে ছেটে দিয়ে শতকরা ৭৫-৯২টা পামরী পোকার কীড়া  মেরে ফেলা যায় এবং পরবর্তী আক্রমণ রোধ করা যায়
#    শতকরা ৩৫ ভাগ পাতার ক্ষতি হলে অথবা প্রতি গোছা ধান গাছে ৪টি পূর্ণবয়¯ক পোকা থাকলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন

চুংগী পোকা
ধানগাছের কুশী ছাড়ার শেষ অবস্থা আসার আগে কীড়াগুলো পাতার সবুজ অংশ লম্বালম্বি ভাবে এমন করে কুরে কুরে খায় যে শুধু মাত্র উপরের পর্দাটা বাকী থাকেআক্রান্ত ক্ষেতের গাছের পাতা সাদা দেখা যায়চারা অবস্থায় এ পোকা বেশী ক্ষতি করে

পূর্ণবয়স্ক চুংগীপোকা ৬ মিলিমিটার লম্বা এবং ছড়ানো অবস্থায় পাখা ১৫ মিমি চওড়া হয় চুংগীপোকা রাতের বেলায় তপর এবং আলোতে আকর্ষিত হয়গাছের নীচের দিকের পাতার পিছন পিঠে এরা ডিম পাড়েকীড়াগুলো বড় চারাগাছ এবং নুতন রোয়া ক্ষেতে বেশী দেখতে পাওয়া যায়এরা পাতার উপরের দিকটা কেটে চুংগী তৈরী করে এবং এর মধ্যে থাকেকাটা পাতা দিয়ে তৈরী চুংগীগুলো বাতাসে  বা পানিতে ভেসে ক্ষেতের এক পাশে জমা হয় এবং দেখলে মনে হয় যেন কাঁচি দিয়ে পাতাগুলো কুচি করে কেউ কেটে ফেলেছেচুংগী পোকা প্রায় ৩৫ দিনে এক বার জীবনচক্র স¤পূর্ণ করে

দমন ব্যবস্থাপনা
#    চুংগী পোকার কীড়া পানি ছাড়া শুকনো জমিতে বাঁচতে পারে নাতাই আক্রান্ত ক্ষেতের পানি সরিয়ে দিয়ে সম্ভব হলে কয়েকদিন জমি শুকনো রাখতে পারলে এ পোকার সংখ্যা কমানো এবং ক্ষতি রোধ করা যায়
#    আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক মথ ধরে মেরে ফেলা
#    চুংগীকৃত পাতা জমি থেকে সংগ্রহ করে নষ্ট করে ফেলা
#    শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা

পাতা  মোড়ানো পোকা
এরা পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়খুব বেশি ক্ষতি করলে পাতাগুলো পুড়ে পাওযার মত দেখায়ক্ষতিগ্রস্থ  পাতার কিনার দিয়ে বিশেষ করে পাতার লালচে রেখা রোগ শুরু হতে পারে
পূর্ণবয়স্ক ¯ত্রী পোকা পাতার মধ্য শিরার কাছে ডিম পাড়ে কীড়াগুলো পাতার সবুজ অংশ খায় এবং বড় হবার সাথে সাথে তারা পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে একটা নলের মত করে ফেলেমোড়ানো পাতার মধ্যেই কীড়াগুলো পুত্তলীতে পরিণত হয়

দমন ব্যবস্থাপনা
#    আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক মথ ধরে মেরে ফেলা
#    জমিতে ডালপালা পুঁতে পোকাখেকো পাখির সাহায্যে পূর্ণ বয়স্ক মথ দমন করা
#    শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা

লেদা পোকা
লেদা পোকা কেটে কেটে  খায়  বলে ইংরেজীতে এদের কাটওয়ার্ম বলেএই প্রজাতির পোকারা সাধারণতঃ শুকনো ক্ষেতের জন্য বেশী ক্ষতিকরকারণ এদের জীবন চক্র শেষ করার জন্য শুকনো জমির দরকার হয়পার্শ্ববর্তী ঘাসের জমি থেকে লেদা পোকার কীড়া নীচু, ভিজা জমির ধানক্ষেত আক্রমণ করেপ্রথমাবস্থায় কীড়াগুলো শুধু পাতাই খায়, কিন্তু বয়¯ক কীড়া স¤পূর্ণ পাতাই খেয়ে ফেলতে পারেএরা চারা গাছের গোড়াও কাটে

দমন ব্যবস্থাপনা
#    আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়¯  মথ ধরে মেরে ফেলুন
#    ধান কাটার পর ক্ষেতের নাড়া পুডিয়ে দিলে বা জমি চাষ করে এ পোকার সংখ্যা অনেক কমিয়ে ফেলা যায়
#    আক্রান্তক্ষেত সেচ দিয়ে ডুবিয়ে দিয়ে এবং পাখির খাওয়ার জন্য ক্ষেতে ডালাপালা পুঁতে দিয়েও এদের সংখ্যা কমানো যায়
#    শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা

 
লম্বাশুঁড় উরচুংগা
এ পোকার পূর্ণবয়¯  ও বাচ্চাগুলো ধানের পাতা এমনভাবে খায় যে পাতার কিনারা ও শিরাগুলো শুধু বাকি থাকেক্ষতিগ্রস্ত পাতাগুলো জানালার মত ঝাঝরা হয়ে যায়

ঘাসফড়িং
পূর্ণ বয়স্ক ঘাসফড়িং ও বাচ্চা উভয়ই ধান গাছের ক্ষতি করে থাকেএরা ধানের পাতার পাশ থেকে শিরা পর্যন্ত খায়ঘাসফড়িং  এর বিভিন্ন প্রজাতি এক সাথে অনেক সংখ্যায় ক্ষেত আক্রমণ করেতাদেরকে ইংরেজীতে লোকাষ্ট এবং বাংলায় পংগপাল বলা হয়

দমন ব্যবস্থাপনা
#    হাত জাল দিয়ে পোকা ধরে মেরে ফেলা
#    ডালপালা পুঁতে পোকা খেকো পাখির সাহায্য নেয়া
#    শতকরা ২৫ ভাগ ধানের পাতা ক্ষতিগ্রস্ত হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা

সবুজ-শুঁড় লেদা পোকা
পূর্ণবয়স্ক  মথ পাতার ওপর ডিম পাড়েকীড়াগুলো সবুজ রঙের এবং মাথার উপর এবং লেজের দিকে শিং এর মতো এক জোড়া করে শুড় আছেশুধুমাত্র কীড়াগুলো ধানের পাতার পাশ থেকে খেয়ে ক্ষতি করে থাকে

ঘোড়া পোকা সবুজ সেমিলুপার
এ পোকার কীড়াগুলোও সবুজ-শুঁড় লেদা পোকার মত বড় কিন্তু মাথা বা লেজে শিং নেই কীড়াগুলো ধানের পাতার পাশ থেকে খায়এরা চারা অবস্থা থেকে কুশী ছাড়ার শেষ অবস্থা পর্যন্ত বেশী ক্ষতি করে থাকেকীড়াগুলো পিঠ কুচকে চলে

দমন ব্যবস্থাপনা
#    আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়¯ক মথ ধরে মেরে ফলা
#    শতকরা ২৫ ভাগ ধানের পাতা ক্ষতিগ্রস্ত হলে কীটনাশক ব্যবহার করা

¯কীপার পোকা
এ পোকার কীড়াগুলো ধানের পাতার পাশ থেকে খেতে খেতে মধ্য শিরার দিকে আসে (ছবি ৩৩)সবুজ-শুড় লেদা পোকা, সেমিলুপার এবং এ পোকার খাওয়ার ধরন ও ক্ষতির নমুনা একই রকম

পূর্ণবয়¯¯কীপার একটি মথএর শুঁড় দুটো দেখতে অনেকটা আংটার মত (ছবি ৩৫)এরা বেশ তাড়াতাড়ি আঁকা-বাঁকা ভাবে ওড়েএ পোকার পুত্তলী মোড়ানো পাতার সাথে রেশমী সুতার মত আঠা দিয়ে আটকানো থাকে (ছবি ৩৪)

দমন ব্যবস্থাপনা
#    আলোক ফাঁদের সাহায্যে  পূর্ণবয়¯ক মথ ধরে মেরে ফেলা
#    শতকরা ২৫ ভাগ পাতা ক্ষতিগ্রস্ত হলে কীটনাশক ব্যবহার করা।  

সবুজ পাতা ফড়িং
সবুজ পাতা ফড়িং ধান উপাদনকারী প্রায় সব দেশেই পাওয়া যায়পূর্ণবয়স্ক ও বাচ্চা পোকা ধান গাছের পাতা থেকে রস শুষে খায়এরা বেটে ধান, ক্ষণস্থায়ী হলদে রোগ, টুংরো এবং হলুদ বেটে নামক ভাইরাস রোগ ছড়ায়সাধারণতঃ টুংরো রোগ বেশি ছড়ায় পূর্ণবয়স্ক সবুজ পাতা ফড়িং ৩-৫ মিলিমিটার লম্বা এবং গায়ে উজ্জ¦ল সবুজ রঙের সাথে বিভিন্ন কাল দাগ থাকেএরা পাতার মধ্য শিরায় বা পাতার খোলে ডিম পাড়ে এদের বাচ্চাগুলো পাঁচ বার খোলস বদলায় এবং এদের গায়ে বিভিন্ন ধরনের দাগ আছে

আঁকাবাঁকা পাতা ফড়িং
এরা বেটে গল, টুংরো এবং কমলা পাতা নামক ভাইরাস রোগ ছড়ায় এবং পাতার রস শুষে খায়পূর্ণবয়স্ক ফড়িং-এর পাখায় আঁকাবাঁকা দাগ আছেবাচ্চাগুলো হলদে ধূসর রঙের

দমন ব্যবস্থাপনা
#    ধান ক্ষেত থেকে ২০০-৩০০ মিটার দূরে আলোক ফাঁদে সবুজ পাতাফড়িং এবং আঁকাবাঁকা পাতাফড়িং আকৃষ্ট করে মেরে ফেললে এদের সংখ্যা অনেক কমিয়ে ফেলা যায়
#    হাতজাল দ্বারা পোকা ধরে মেরে ফেলা
#    সবুজ পাতা ফড়িং ও টুংরো রোগ প্রতিরোধ ক্ষমতাস¤পন্ন ধানের জাতের চাষ করা
#    হাতজালের প্রতি টানে যদি একটি সবুজ পাতাফড়িং পাওয়া যায় এবং আশেপাশে টুংরো রোগাক্রান্ত গাছ থাকে তাহলে বীজতলা ও ধানের জমিতে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা।  

থ্রিপ্স
বাংলাদেশে ছয়টি প্রজাতির থ্রিপ্স পোকা ধান গাছ আক্রমণ করেপূর্ণবয়¯ক থ্রিপ্স   পোকা এবং তাদের বাচ্চারা পাতার উপরে ক্ষত সৃষ্টি করে পাতার রস শুষে খায়ফলে পাতা লম্বালম্বিভাবে মুড়ে যায়পাতায় খাওয়ার জায়গাটা হলদে থেকে লাল দেখা যায়থ্রিপ্স পোকা ধানের চারা অবস্থায় এবং কুশী ছাড়া অবস্থায়  আক্রমণ করতে পারেযে সমস্ত জমিতে সব সময় দাঁড়ানো পানি থাকে না, সাধারণতঃ সে সব ক্ষেতে থ্রিপ্স-এর আক্রমণ বেশী হয়

পূর্ণবয়¯ক থ্রিপ্স পোকা খুবই ছোট, ১-২ মিলিমিটার লম্বা এবং এদের শুড়ে ৫-৮টা ভাগ আছেএরা পাখা বিশিষ্ট বা পাখা বিহীন হতে পারেপাখা বিশিষ্ট পোকার পাখাগুলো সরু, পিঠের উপর লম্বালম্বিভাবে বিছানো থাকে এবং পাখার পাশে কাঁটা আছেডিম পাড়ার জন্য ¯এী পোকার পেছনে করাতের মত ধারালো একটা অংগ আছে যা দিয়ে এরা পাতার মধ্যে ডিম ঢুকিয়ে দিতে পারেডিমগুলো সব একই আকারের, খুবই ছোট, এক মিলিমিটারের চার ভাগের এক ভাগ লম্বা এবং দশ ভাগের এক ভাগ চওড়াপ্রথম অবস্থায় ডিমগুলোর রং স্বচ্ছ থাকে এবং ডিম ফোটার আগে আস্তে আস্তে হলদে হয়ে যায়ডিম থেকে সদ্য ফোটা বাচ্চাগুলো প্রথমে স্বচ্ছ এবং পরে হলদে রং ধারণ করেসদ্য ফোটা বাচ্চাগুলো কিছুক্ষণ নিশ্চল থাকে, পরে মাঝখানের কচি পাতা, পাতার খোল এবং নতুন বের হওয়া ধানের শীষ খাওয়া শুরু করে এবং পূর্ণ বয়¯ক পোকায় পরিণত হওয়ার পরও তাদের জীবনকাল সেখানেই কাটায়

দমন ব্যবস্থাপনা
#    নাইট্রোজেন জাতীয় সার, যেমন ইউরিয়া কিছু পরিমাণ উপরি প্রয়োগ করে এই পোকার ক্ষতি কিছুটা রোধ করা যায়
#    থ্রিপ্স পোকা দমনের জন্য আক্রান্ত জমির শতকরা ২৫ ভাগ ধানের পাতা ক্ষতিগ্রস্ত হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেতে পারে

বাদামী গাছফড়িং
যে সমস্ত ধানের জাতে বাদামী গাছফড়িং প্রতিরোধ ক্ষমতা নেই সে সব জাতের ধানে এরা খুব তাড়াতাড়ি বংশ বৃদ্ধি করে, ফলে এ পোকার সংখ্যা এত বেড়ে যায় যে, আক্রান্ত ক্ষেতে বাজ পড়ার মত হপারবার্ণ - এর সৃষ্টি হয়আক্রান্ত গাছগুলো প্রথমে হলদে এবং পরে শুকিয়ে মারা যায়বাদামী গাছফড়িং গ্রাসিস্টান্ট, র‌্যাগেটস্টান্ট ও উইল্টেডস্টান্ট নামক ভাইরাস রোগ ছড়ায়কিন্তু আমাদের দেশে এখনও এ সমস্ত রোগ দেখা যায়নিলম্বা পাখাবিশিষ্ট পূর্ণবয়স্ক বাদামী ফড়িংগুলো প্রথমে ধান ক্ষেত আক্রান্ত করেএরা পাতার খোলে এবং পাতার মধ্য শিরায় ডিম পাড়েডিমগুলোর ওপর পাতলা চওড়া একটা আবরণ থাকেডিম ফুটে বাচ্চা (নিমফ) বের হতে ৭-৯ দিন সময় লাগেবাচ্চাগুলো ৫ বার খোলস বদলায় এবং পূর্ণবয়¤ক ফড়িং এ পরিণত হতে ১৩-১৫ দিন সময় নেয়প্রথম পর্যায়ের (ইন¯টার) বাচ্চাগুলোর রং সাদা এবং পরের পর্যায়ের বাচ্চাগুলো বাদামীবাচ্চা থেকে পূর্ণবয়¯ক বাদামী গাছফড়িং ছোট পাখা এবং লম্বা পাখা বিশিষ্ট হতে পারেধানে শীষ আসার সময় ছোট পাখা বিশিষ্ট ফড়িং এর সংখ্যাই বেশী থাকে এবং স্ত্রী পোকাগুলো সাধারণত: গাছের গোড়ার দিকে বেশি থাকেগাছের বয়স বাড়ার সাথে সাথে লম্বা পাখা বিশিষ্ট ফড়িং এর সংখ্যাও বাড়তে থাকে, যারা এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে যেতে পারে

দমন ব্যবস্থাপনা
#    যে সব এলাকায় সব সময় বাদামী গাছফড়িং এর উপদ্রব হয় সে সব এলাকায় তাড়াতাড়ি পাকে (যেমন চান্দিনা) এমন জাতের ধান চাষ করা
#    ধানের চারা ৩০-৪০ সেন্টিমিটার দূরে দূরে লাগানো
#    জমিতে পোকা বাড়ার সম্ভাবনা দেখা দিলে জমে থাকা পানি সরিয়ে ফেলা
#    উর্বর জমিতে ইউরিয়া সারের উপরি প্রয়োগ পরিহার করা
#    বাদামী গাছফড়িং প্রতিরোধ ক্ষমতাস¤পন্ন জাত  ব্রি ধান-৩৫ চাষ করা
#    ক্ষেতে শতকরা ৫০ ভাগ গাছে অন্ততঃ একটি মাকড়সা থাকলে কীটনাশক প্রয়োগ না করা
#    শতকরা ৫০ ভাগ ধান গাছে ২-৪টি ডিমওয়ালা স্ত্রী পোকা অথবা ১০টি বাচ্চা পোকা প্রতি গোছায় পাওয়া গেলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা
 
সাদা পিঠ গাছ ফড়িং
অধিকাংশ সময় বাদামী গাছ ফড়িং এর সাথে এদের দেখতে পাওয়া যায় এবং সেজন্যে এ দুজাতের পোকাকে সনাক্ত করতে ভুল হয়সাদা পিঠ গাছ ফড়িং-এর বাচ্চাগুলো (নিমফ্) সাদা থেকে বাদামী কালো ও সাদা মিশ্রিত রঙের হয়ে থাকেপূর্ণবয়¯ক ফড়িংগুলো ৫ মিলিমিটার লম্বা এবং তাদের পিঠের ওপর একটা সাদা লম্বা দাগ আছেপূর্ণবয়স্ক স্ত্রী ফড়িংগুলোই শুধু ছোট পাখা বিশিষ্টসাদা পিঠ গাছ ফড়িং কোন ভাইরাস রোগ ছড়ায় না কিন্তু গাছের রস শুষে খেয়ে হপারবার্ণ সৃষ্টি করেএতে পাতাগুলো পুড়ে যাওয়ার মত হতে পারে

দমন ব্যবস্থাপনা
এ পোকা দমনের জন্য বাদামী গাছ ফড়িংয়ের জন্য উল্লেখিত দমন ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এবং
#    সাদাপিঠ গাছ ফড়িং প্রতিরোধ ক্ষমতাস¤পন্ন জাত যেমন বিআর ৬, ১৪, ২৩, ২৬ ও ব্রি ধান ২৭, ৩৩ চাষ করা যেতে পারে

ছাতরা পোকা

শুকনো আবহাওয়ায় বা খরার সময়ে এবং যে সমস্ত জমিতে বৃষ্টির পানি মোটেই দাঁড়াতে পারে না সে ধরনের অবস্থায় ছাতরা পোকার আক্রমণ বেশী দেখতে পাওয়া যায়এরা গাছের রস শুষে খাওয়ার ফলে গাছ খাটো  হয়ে যায়আক্রমণ বেশী হলে ধানের শীষ বের হয় নাআক্রান্ত ক্ষেতের গাছগুলো জায়গায় জায়গায় বসে গেছে বলে মনে হয়

স্ত্রী ছাতরা পোকা খুব ছোট, লালচে সাদা রঙের, নরম দেহবিশিষ্ট, পাখাহীন এবং গায়ে সাদা মোমজাতীয় পদার্থের আবরণ থাকেএরাই গাছের ক্ষতি করেএক সাথে অনেকগুলো ছাতরা পোকা গাছের কান্ড ও খোল এবং পাতার খোলের মধ্যবর্তী জায়গায় থাকে পুরুষ পোকা ¯এী পোকার অনুপাতে সংখ্যায় খুবই কম বলে বিশেষ ক্ষতি করতে পারে নাএদের দুটো পাখা আছে

দমন ব্যবস্থাপনা
#    আক্রমণের প্রথম দিকে সনাক্ত করতে পারলে আক্রান্ত গাছগুলো উপরে নষ্ট করে ফেলে এ পোকার আক্রমণ ও ক্ষতি ফলপ্রসূভাবে কমানো যায়
#    শুধুমাত্র আক্রান্ত জায়গায় ভাল করে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করলে দমন খরচ কম হয়

গান্ধি পোকা
গান্ধি পোকা ধানের দানা আক্রমণ করেপূর্ণবয়স্ক এবং বাচ্চা পোকা (নিম্ফ্) উভয়েই ধানের ক্ষতি করেধানের দানায় যখন দুধ সৃষ্টি হয় তখন ক্ষতি করলে ধান চিটা হয়ে যায়এরপরে আক্রমণ করলে ধানের মান খারাপ হয়ে যায় এবং চাল ভেঙ্গে যায় পূর্ণবয়¤ক গান্ধি পোকা ধূসর রঙের এবং কিছুটা সরুপাগুলো ও শুঁড়দুটো লম্বা এরা ধানের পাতা ও শীষের ওপর সারি করে ডিম পাড়েসবুজ রঙের বাচ্চা এবং পূর্ণ বয়¤ক গান্ধি পোকার গা থেকে বিশ্রী গন্ধ বের হয়

দমন ব্যবস্থাপনা
#    এ পোকার সংখ্যা যখন খুব বেড়ে যায় তখন ক্ষেত থেকে ২০০-৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে আকৃষ্ট করে মেরে ফেললে এদের সংখ্যা অনেক কমে যায়
#    ধানের প্রতি গোছায় ২-৩টি গান্ধি পোকা দেখা দিলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করুনকীটনাশক বিকাল বেলায় প্রয়োগ করতে হবে
 
শীষকাটা লেদাপোকা
এ ধরনের পোকার স্বভাব অনুযায়ী এরা একসংগে বহু সংখ্যায় থাকে বলে ইংরেজীতে এদের আর্মি ওয়ার্ম বলেএরা এক ক্ষেত খেয়ে আর এক ক্ষেত আক্রমণ করেলেদা পোকা বিভিন্ন জাতের ঘাস খায়শুধু কীড়াগুলো ক্ষতি করতে পারে (ছবি ৫৫) কীড়াগুলো প্রাথমিক অবস্থায় পাতার পাশ থেকে কেটে খায়কীড়াগুলো বড় হলে আধা পাকা বা পাকা ধানের শীষের গোড়া থেকে কেটে দেয় এবং এজন্য এর নাম শীষকাটা লেদা পোকাবোনা ও রোপা আমনের এটি অত্যন্ত ক্ষতিকারক পোকা

দমন ব্যবস্থাপনা
#    ধান কাটার পর এ পোকার কীড়া ও পুত্তলী ক্ষেতের নাড়া বা মাটির ফাটলের মধ্যে থাকেতাই ধান কাটার পর নাড়া পুড়িয়ে দিয়ে বা ঐ ক্ষেত চাষ করে ফেললে পুত্তলী ও কীড়া মারা যায় এবং পরবর্তী মৌসুমে এ পোকার সংখ্যা সামগ্রিকভাবে কমানো যায়
#    বাঁশ দিয়ে পরিপক্ক ধান হেলিয়ে বা শুইয়ে দিলে আক্রমণ কমে যায়
#    ক্ষেতের চারপাশে নালা করে সেখানে কেরোসিন মিশ্রিত পানি দিয়ে রাখলে কীড়া আক্রান্ত ক্ষেত থেকে আসতে পারে না
#    এ ছাড়া আক্রান্ত ক্ষেতে একটু বেশী করে সেচ এবং পাখির খাওয়ার সুবিধের জন্য ক্ষেতের বিভিন্ন স্থানে ডালপালা পুঁতে দিয়ে এ পোকার সংখ্যা কমানো যায়
#    ধানের ক্ষেতে প্রতি ১০ বর্গমিটারে ২-৫টি কীড়া পাওয়া গেলে কীটনাশক ব্যবহার করাতবে খেয়াল রাখতে হবে  পাকা ধানে যেন কীটনাশক প্রয়োগ করা না হয়

উরচুংগা
উরচুংগা গাছের গোড়া কেটে দেয়, ফলে গাছ মারা যায়অনেক সময় এদের ক্ষতি মাজরা পোকার ক্ষতির সাথে ভুল হতে পারেউরচুংগা গাছের নতুন শিকড় এবং মাটির নীচে গাছের গোড়া খেয়ে ফেলেকিন্তু মাজরা পোকা কান্ডের ভেতরটা খায়পানি আটকে রাখা যায় না এমন ধান ক্ষেতে উরচুংগা একটা সমস্যাএ পোকা তখনই আক্রমণ করে যখন ক্ষেতে আর পানি থাকে না, অথবা স্থানে স্থানে যখন পানি কম বেশী হয় এবং মাটি দেখা যায়ক্ষেত পানি দিয়ে ডুবিয়ে দিলে উরচুংগা আইলে বা উঁচু জায়গায় চলে যায়সেখানে মাটির নীচে শক্ত স্থানে ডিম পাড়ে

দমন ব্যবস্থাপনা
#    সেচ দিয়ে ক্ষেত ডুবিয়ে দিয়ে এ পোকার আক্রমণ রোধ করা যায়
#    চালের গুড়া ও কীটনাশকের সংমিশ্রণে তৈরি বিষটোপ ধানের জমিতে বা আইলে ছিটিয়ে দিয়ে উরচুংগা দমন করা যেতে পারে
#    বিষটোপের পরিবর্তে দানাদার কীটনাশক ব্যবহার করা যেতে পারে

গুদামজাত শস্যের পোকা
গুদামজাত বিভিন্ন খাদ্যশস্য ও বীজ বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়ফলে খাদ্য শস্যের ওজন কমে যায়, বীজের অঙ্কুরোদগম ক্ষমতা এবং পুষ্টিমান হ্রাস পায়এ ছাড়া খাদ্য দুর্গন্ধযুক্ত হয়ে খাওয়ার অনুপযোগী হয় এবং বাজারমূল্য হ্রাস পায়প্রায় ৬০ টিরও বেশী পোকা গুদামজাত শস্যে ক্ষতি করে থাকেকয়েকটি প্রধান অনিষ্টকারী পোকার বিবরণ দেয়া হলো

কেড়ি পোকা
পূর্ণবয়¯ক ও কীড়া উভয়ই গুদামজাত শস্যের ক্ষতি করে থাকেএ পোকার  সামনের দিকে লম্বা শুঁড় আছেএই পোকা শস্যদানাতে শুঁড়ের সাহায্যে গর্ত করে ভিতরের শাঁস খায়

লেসার গ্রেইন বোরার
কীড়া ও পরিণত পোকা উভয়ই গুদামজাত শস্যের ক্ষতি করে থাকে (ছবি ৫৮)আকারে ছোট, মাথা গোল ও গ্রীবা নিচের দিকে নোয়ানো, তাই উপর থেকে দেখলে চোখে পড়ে নাএ পোকার খুব পেটুক প্রকৃতির এবং শস্যদানার ভিতরের অংশ কুড়ে কুড়ে খেয়ে গুঁড়ো করে ফেলে

অ্যাঙ্গোময়েস গ্রেইন মথ
শুধুমাত্র কীড়া ক্ষতি করে থাকেপূর্ণবয়¯ক পোকা ছোট, হালকা খয়েরী রংয়ের এবং সামনের পাখার কয়েকটি দাগ দেখা যায় (ছবি ৫৯)পিছনের পাখার শীর্ষপ্রান্ত বেশ চোখাশস্যদানার ভিতর ছিদ্র করে ঢুকে শাঁস (বহফড়ংঢ়বস) খেতে থাকে এবং পুত্তলী পর্যন্ত সেখানে থাকে

রেড  œাওয়ার বিট্ল
পরিণত পোকা ও  কীড়া উভয়ই ক্ষতি করে থাকেপূর্ণবয়¯ক পোকা আকারে খুবই ছোট এবং লালচে বাদামী রঙেরএ পোকা দানাশস্যের গুঁড়া (আটা, ময়দা, সুজি) এবং ভ্রুণ খেতে বেশী পছন্দ করে আক্রান্ত খাদ্যসামগ্রী দুর্গন্ধযুক্ত ও খারাপ স্বাদের হয়

দমন ব্যবস্থাপনা
#    গুদাম ঘর বা শস্য সংরক্ষণের পাত্র পরি¯কার পরিচ্ছন্ন রাখা এবং ফাটল থাকলে তা মেরামত করাগুদামঘর বায়ূরোধী, ইঁদুরমুক্ত এবং মেঝে আর্দ্রতা প্রতিরোধী হতে হবেনতুন ও পুরোনো খাদ্যশস্য একত্রে রাখা বা মিশানো যাবে না
#    খাদ্য মজুদের ২-৪ সপ্তাহ পূর্বে গুদাম পরি¯কারের পর অনুমোদিত  কীটনাশকের দ্বারা গুদামের মেঝে, দেয়াল, দরজা, উপরের সিলিং প্রভৃতিতে স্প্রে করা যেতে পারে
#    কিছু দেশীয় গাছ গাছড়া যেমন- নিম, নিশিন্দা ও বিষকাটালীর পাতা শুকিয়ে গুড়া করে খাদ্য শস্যের সাথে মিশিয়ে ব্যবহার করে পোকা দমন করা যায়
#    কিছুদিন বিরতি দিয়ে গুদামজাত খাদ্য শস্য রৌদ্রে শুকিয়ে পোকা মাকড়ের আক্রমণ রোধ করা যায়
#    গুদামজাত শস্যে পোকার আক্রমণ তীব্র হলে অ্যালুমিনিয়াম ফসফাইড বা ফসটকসিন (৪-৫ টি ট্যাবলেট/টন খাদ্যশস্য) ব্যবহার করে গুদামঘর স¤পূর্ণরূপে ৩-৪ দিন বন্ধ রাখতে হবেবিষবা®প মানুষের জন্য খুবই ক্ষতিকরতাই বিষ বড়ি ব্যবহারের পূর্বে প্রয়োজনীয় সতর্কতা প্রয়োজন এবং অভিজ্ঞ ব্যক্তি ছাড়া অন্য কাউকে দিয়ে ব্যবহার  করানো উচিত নয়



ধানের আগাছা দমন

 সব ধরনের ধানের জমিতেই আগাছা জন্মেআগাছা সময়মত পরিষ্কার না করলে তা ধানের সাথে খাদ্য ও জায়গা নিয়েপ্রতিযোগিতা করেআগাছা ধান ফসলের সাথে আলো, পানি ও পুষ্টি নিয়ে প্রতিযোগিতা করে  ফলে ধানের গাছ ভালোভাবে বাড়তে পারেনা এবং তাতে ফলন কমে যায়এজন্য ধানক্ষেতের আগাছা চেনা ও সেগুলো দমন করা দরকার

 ধান ক্ষেতের আগাছা পরিচিতি

(Identification of rice weeds)

 হলদে মুথা

বৈজ্ঞানিক নাম Cyperus difformis L.

 হলদে মুথা একটি ২০-৭০ সেন্টিমিটার লম্বা, মসৃণ, ঘন গুচ্ছযুক্ত এবং একবর্ষজীবি বিরু (সেজ) জাতীয় আগাছাকান্ড মসৃণ, উপরের দিকে ত্রিকোণাকার এবং ১-৪ মিলিমিটার পুরুপাতার খোল নলের মত এবং গোড়ার দিকে যুক্ত থাকেনিচের দিকের খোলগুলো খড় থেকে বাদামী রঙের হয়গোড়ার দিকে ৩-৪টি ঢলঢলে এবং সারি সারি পাতা ১০-৪০ সেমি লমবা ও ২-৩ মিলিমিটার চওড়া হয়ে থাকে

 পুষপবিন্যাস ঘন, গোলাকার সরল বা যৌগিক আমেবল জাতীয় (ছাতাকৃতি) যা ৫-১৫ মিলিমিটার ব্যাস বিশিষ্টতার সংগে ২-৪টি, সচরাচর ৩টি ১৫-৩৫ সেন্টিমিটার লম্বা ও ৬ মিলিমিটার চওড়া পাতার মত বৃতি বিপরীত দিকে অবস্থান করেপুষপবিন্যাসের প্রাথমিক পুষপপ্রান-গুলো ১ সেন্টিমিটার লমবাকতকগুলো বোঁটা ছাড়া এবং কতকগুলোর লমবা বোঁটা আছেপুষপপ্রান্তগুলো গুচ্ছভূত ও ৬ মিমি ব্যাসযুক্ত ডিমবাকৃতি বা গোলাকারগুচ্ছগুলো ১০-৩০টি ফুল সমবলিত ২-৫ মিলিমিটার লমবা ও ১.০-১.৫ মিলিমিটার চওড়া সবুজ রঙের রৈখিক বা চক্র কীলক মঞ্জরী দ্বারা গঠিত ফল ০.৬ মিমি লম্বা ও কিছুটা চ্যাপ্টা বৃত্তাকার থেকে ডিমবাকৃতি বাদামী রঙেরএকিনবীজ দ্বারা বংশ বিস্তার হয়ে থাকে

 বড়চুঁচা

বৈজ্ঞানিক নাম- Cyperus iria  L.

বড়চুঁচা মসৃণ, গুচ্ছযুক্ত ত্রিকোণাকৃতির কান্ড বিশিষ্ট, ২০-৬০ সেমি লমবা একবর্ষজীবি বিরু (সেজ) জাতীয় আগাছাশিকড়গুলো হলদে লাল এবং আঁশযুক্ত পাতার খোল পাতলা এবং কান্ডের গোড়ার দিকে আবৃত রাখেপাতার ফলক সোজা তলোয়ারের মত, পুষপ কান্ড থেকে খাটো এবং প্রায় ৫ মিলিমিটার চওড়া

 পুষপবিন্যাসটি যৌগিক আমেবল (ছাতাকৃতি)প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের পুষপপ্রান-গুলো যথাক্রমে প্রায় ১০ সেন্টিমিটার ও ২ সেন্টিমিটার লমবাবিপরীতভাবে অবস্থানরত ৩-৫টি, কখনো কখনো ৭টি মঞ্জুরীপত্র সংযুক্ত থাকে (ছবি ৯৭)সবচেয়ে নিচের মঞ্জরীপত্রটি পুষপবিন্যাস অপেক্ষা লমবা২-৩ সেন্টিমিটার লমবা শস্য মঞ্জরীর (স্পাইক) শাখার অগ্রভাগ লমবা ও ছড়ানোহলদে বাদামী থেকে সবুজ রঙের অসংখ্য কীলক মঞ্জরী (স্পাইকলেট) খাড়াভাবে ছড়ানোদৈর্ঘ্য ৩-১০ মিলিমিটার এবং ১.৫-২.০ মিলিমিটার

হলদে বাদামী রঙের ফল একিন জাতীয়, ডিমবাকৃতি ত্রিকোণাকার এবং ১.০-১.৫ মিলিমিটার লম্বা বীজের মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে

ভাদাইল বা মুথা

বৈজ্ঞানিক নাম  Cyperus rotundus L

এটি একটি খাড়া, মূল ভূগর্ভস' কান্ড (রাইজোম), কান্ডে (টিউবার) রূপান্তরিত এবং ২০ সেমি উঁচু বহুবর্ষজীবি বিরু (সেজ)গোড়ার স্ফীত কন্দসহ কান্ডগুলো খাড়া, শাখাবিহীন, মসৃণ ও ত্রিকোণাকৃতিমূল শায়িত, কান্ড ছড়ানো, লমবাটে, সাদা এবং শাসালোকচি অবস্থায় সেগুলো পাতলা খোসা দ্বারা আবৃত থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে আঁশযুক্ত হয়কন্দের আকৃতি অনিয়মিত এবং দৈর্ঘ্য ১.০-২.৫ সেমি কচি অবস্থায় কন্দ সাদা ও রসালো থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে আঁশযুক্ত হয়ে বাদামী বা প্রায় কালো বর্ণের হয়পাতা ঘন সবুজ, সোজা ও কিছুটা মোড়ানো, ৫-১৫ সেমি লম্বা ও ৫ মিমি চওড়া

পুষপবিন্যাস সরল বা যৌগিক আমেবল (ছাতাকৃতি)যার বিপরীত দিকে ২-৪টি মঞ্জরীপত্র রয়েছে (ছবি ৯৮)লালচে বাদামী রঙের ফলের কীলক মঞ্জরী আমেবলের শেষ প্রান্ত সাজানো থাকেসংখ্যায় ৩-৮টি প্রাথমিক পুষ্প প্রান্তর দৈর্ঘ্য ২-৫ সেমি যার অগ্রভাগে ছোট ছড়ায় ৩-১০টি কীলক মঞ্জরী রয়েছেএগুলো কখনো কখনো ছোট শাখায়, আবার কখনো

কখনো ছড়ার গোড়ায় ১-২টি খাটো দ্বিতীয় পর্যায়ের পুষপ প্রানে- অবস'ান করেকীলক মঞ্জরী ১.০-২.৫ সেমি লম্বা ও ১.৫-২.০ মিমি চওড়া, অগ্রভাগ চ্যাপ্টা ও সুঁচালোপরিণত অবস'ায় সেগুলোতে ১০-৪০টি লালচে বাদামী রঙের ফল একের পর এক ঘনভাবে সাজোনো থাকে বাইরের থোকাগুলো ৩-৪ মিমি লম্বা ও এদের অগ্রভাগ ভোঁতা হয় ফল ডিমবাকৃতি ১.৫ মিমি লম্বা পাকা ফলের রঙ কালোভূমিজ কান্ড, কন্দ ও বীজ দ্বারা বংশ বিস্তার হয়

আংগুলি ঘাস

বৈজ্ঞানিক নাম Digitaria ciliaris (Retz.) Koel.

আংগুলি ঘাস ২০-৬০ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ভূমিতে শায়িত একবর্ষী বা অল্প জীবনকালের বহুবর্ষী আগাছাএটি মুক্তভাবে শাখা-প্রশাখা দেয় এবং নিচের গিঁট থেকে শেকড় ছাড়েপাতার খোল সাধারণতঃ লোমযুক্তপাতার ফলকগুলো চওড়া এবং সরল, ৫-১৫ সেমি লম্বা এবং ৩-৪ মিমি চওড়াপাতাগুলো সাধারণতঃ লোমবিহীন এবং অমসৃণ কিনার ঢেউ খেলানোলিগিউল পাতলা ঝিল্লির মত, ১-৩ মিমি লম্বা এবং প্রান্ত ভাগ ছেটে ফেলার মত দেখায়

পুষপবিন্যাসটি ৩-৮টা রেসিম বিশিষ্ট একটি ছড়া ও ছড়াটি ৫-১৫ সেমি লম্বা ছড়াগুলো প্রায়ই মাঝের বোঁটার উপরের চারিদিকে চক্রাকারে অবস্তান করে, কিন' কখনো কখনো ২ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ক্ষুদ্র সাধারণ দন্ড বরাবর সাজানো থাকেরেসিম লমবা পাখাযুক্ত লোমবিহীনপ্রায় ৩ মিমি লমবা কীলক মঞ্জরীগুলো দন্ডের একধার বরাবর দুই সারিতে ঠাসা অবস্থায় থাকেনিচের ত্রিকোণাকৃতির তুষ (গ্লুম) প্রায় ৩ মিমি লম্বা, তলোয়ারাকৃতির উপরের বর্মপত্রিকা কীলক মঞ্জরীর অর্ধেক থেকে পাঁচ ভাগের চার ভাগ অংশের সমাননিচের বড় তুষ (লেমা) মোটামুটি তলোয়ারাকৃতির ৫-৭টি শিরা এবং বিভিন্ন পরিমাণ লোমযুক্তফল বিভিন্ন প্রকার ডিমবাকৃতির ক্যারিওপ্‌সিসবীজ দ্বারা বংশ বিসতার হয়ে থাকে ।  

আংগুলি ঘাস

বৈজ্ঞানিক নাম Digitaria setigera Roth ex R&S

এটি মোটামুটি আংগুলি ঘাস-এর মত, কিন' সাধারণতঃ আরো বেশী লমবা (১ মিটার বা বেশী) হয়পাতার খোল সাধারণতঃ লোমবিহীন একটি সাধারণ দন্ডের ৬ সেমি পর্যন- ৫-৬টি রেসিম (অনিয়ত) চক্রাকারে সাজানো থাকেনীচের বর্মপত্রিকা নেই বা থাকলেও অতি ক্ষুদ্র শিরাবিহীন পাতলা ঝিল্লীর মত ।  

ক্ষুদে শ্যামা

বৈজ্ঞানিক নাম: Echinochloa colona (L.) Link

ক্ষুদে শ্যামা মসৃণ, ৭০-৭৫ সেমি লম্বা গুচ্ছযুক্ত এক বর্ষজীবি ঘাসইহা সাধারণতঃ মাটির উপর ছড়িয়ে থকে এবং নিচের গিঁটে শেকড় গজায়কান্ড চ্যাপ্ট, গোড়ার দিকে সচরাচর লাল বেগুনী রঙের এবং গিট সাধারণতঃ মোটা থাকেপাতার খোল মসৃণ এবং মাঝে মধ্যে চ্যাপ্টা হয়পাতার খোলের কিনারগুলোর উপরিভাগ মুক্ত থাকে এবং গোড়ার অংশ কখনো লালচে হয়পাতার ফলক মসৃণ, চওড়া, সরল তলোয়ারাকৃতি এবং নরম ২৫ সেমি পর্যন্ত লম্বা এবং ৩-৭ মিমি চওড়া হয় পাতায় কখনো কখনো বেগুনী রঙের তির্যক ডোরা রেখা থাকে

সবুজ থেকে বেগুনী রঙের পুষপবিন্যাস ৬-১২ সেমি লম্বা এবং ৪-৮টা খাটো, ১-৩ সেমি লম্বা ও ৩-৪ মিমি চওড়া ঘন শাখা-প্রশাখা বিশিষ্ট উর্ধমুখী ছড়াশাখাগুলো বড় থেকে ক্রমশঃ ছোট হয় বা প্রায় আধাআধি দূরত্বে প্রধানতঃ এককভাবে থাকে, কিন' মাঝে-মধ্যে দুটি একসাথেও অবস্থান করেছোট্ট ছড়াগুলো প্রধান শাখায় একটির পর আরেকটি সাজানো থাকেকীলক মঞ্জরীগুলো গোলাকার থেকে ডিমবাকৃতি সুঁচালো ২-৩ মিমি লম্বা এবং শাখার এক প্রান্ত বরাবর চার সারিতে ঘনভাবে সাজানো থাকেএরা প্রায় বোঁটাহীন, কখনো কখনো প্রায় ১ মিমি লম্বা শুংযুক্তফল গোলাকৃতির ক্যারিওপসিস্‌বীজ দ্বারা বংশ বিস্তার করে থাকে

 শ্যামা ঘাস

বৈজ্ঞানিক নাম Echinochloa crus-galli  (L.) Peauv

শ্যামা ঘাস, ২ মি পর্যন্ত লম্বা এক বর্ষজীবি ঘাস যার শিকড় ঘন এবং কান্ড শক্ত ও ছিদ্র বহুলকান্ডের গোড়ার দিকে কখনো কখনো চাপা থাকেপাতা সরল, ৪০ সেমি লম্বা এবং ৫-১৫ মিমি চওড়া

পাটল থেকে বেগুনী, মাঝে মধ্যে সবুজ বর্ণের পুষপবিন্যাস ১০-২৫ সেমি লম্বা, নরম এবং ঘন কীলক মঞ্জরী বিশিষ্ট হেলে পড়া ছড়াসর্বনিম্ন শাখা-প্রশাখাগুলো সবচেয়ে বড়, মাঝে মধ্যে ১০ সেমি পর্যন্ত লমবা হয়পাকার সময় ছড়াগুলো পুনরায় শাখা ছাড়ে এবং ছড়িয়ে থাকেসাধারণতঃ প্রধান শাখার গিঁটগুলো লোমযুক্ত হয় কীলক মঞ্জরীগুলো ডিমবাকৃতি এবং সুঁচালো, ৩.০-৩.৫ মিমি লম্বা এবং প্রায়শই কিছুটা লোমশপাকার সময় তারা সহজেই ঝরে পড়েনীচের বর্ম পত্রিকা কীলক মঞ্জরীর তিন ভাগের এক থেকে পাঁচ ভাগের তিন ভাগ অংশের সমানশুংগুলো প্রধানতঃ লাল বা বেগুনী রঙের এবং ২.৫ সেমি লম্বা প্রথম ক্ষুদ্র পুষিপকার বড় তুষ বা লেমামতল বা কিছুটা উত্তল ও বিবর্ণফল ২ মিমি লম্বা একটি ক্যারিওপ্‌সিসবীজ দ্বারা বংশ বিস্তার হয়ে থাকে

শ্যামাঘাস

বৈজ্ঞানিক নাম - Echinochloa glabrescence Munro Ex Hook F

এটি ক্রাসগেলির মত, তবে কেবল ০.৫-১ মি উঁচু হয়পাতার ফলক সুঁচালোপাতার খোলগুলো প্রায় বন্ধ এবং মাঝে মধ্যে ছড়ানো থাকেকীলক মঞ্জরীগুলো ডিমবাকৃতি এবং প্রায় ৩ মিমি লমবা হয়প্রথম ক্ষুদ্র পুষিপকার বড় তুষ বা লেমা' বাইরের দিকে বাঁকা এবং উজ্জলশুং থাকলে প্রায় ১ সেমি লম্বা হয়

চাপড়া ঘাস

বৈজ্ঞানিক নাম Eleusine indica  (L.) Gaertn

চাপড়া একটি মসৃণ বা কিছুটা লোমশ গুচ্ছযুক্ত ঘাসভূমিতে শায়িত থেকে খাড়া, ৩০-৯০ সেমি লম্বা এক বর্ষজীবি ঘাসসাদা বা ধূসর বর্ণের কান্ডটি পার্শ্বে চওড়া, মসৃণ বা ধার বরাবর কিছু লমবা লোমযুক্তপাতার খোল ৬-৯ সেমি লম্বা, পার্শ্বে চওড়া এবং ফলক সন্ধিতে কয়েকটি লম্বা লোম আছেপাতার ফলক সমতল বা ভাজ করা রৈখিক তলোয়ারকৃতির ১০-৩০ সেমি লম্বা এবং ৩-৬ মিমি চওড়াকিনার সমান-রাল প্রায় এবং অগ্রভাগ অপেক্ষাকৃত ভোতাএর উপরিভাগে কিছু ছড়ানো লোম আছে লিগিউল পাতলা ঝিল্লির মত, অগ্রভাগ খাঁজকাটাপাতার খোল ও ফলকের সন্ধিস'লের ধার বরাবর লম্বা লোম আছে

পুষপবিন্যাস গোড়ার দিকে বহু শাখা-প্রশাখায় বিভক্ত থাকেমাঝে মধ্যে নিচের গিঁটগুলো থেকে শিকড় গজায়আগার দিকের ৩-৬টি ছড়া ৪-৮ সেমি লম্বা এবং ৩-৬ মিমি চওড়া হয়মাঝে মধ্যে এগুলোর ঠিক নীচে ১-২টি অতিরিক্ত ছড়াও থাকেঅসংখ্য কীলক মঞ্জরী বোঁটাশুন্য, শুংবিহীন, ৪-৫ মিমি লম্বা, পার্শ্বে চাপা এবং চওড়া যা প্রধান শাখার নিচ বরাবর দুসারিতে ঘনভাবে সাজানো থাকে

বড় জাভানি বা জৈনা

বৈজ্ঞানিক নাম Fimbristylis miliaceae (L.) vahl

জৈনা একটি খাড়া, গুচ্ছভূক্ত, ২০-৭০ সেমি লম্বা একবর্ষজীবি বিরু (সেজ) জাতীয় আগাছাজৈনার কান্ড নরম, গোড়ার দিকে চ্যাপ্টা এবং উপরে ৪-৫টা শক্ত কোনা আছেপুষপকান্ড ০.৫-১.৫ মিমি মোটা এবং পুষপবিন্যাসের চেয়ে খাটো ২-৪টি অসমান মঞ্জরীপত্র রয়েছেগোড়ার পাতাগুলো ৩৫ মিমি লম্বা, ১.০-২.৫ মিমি চওড়া এবং পাতার খোল মোটামুটিভাবে একে অপরের উপর অবস্তান করে কান্ডের পাতাগুলোর ফলক খুবই ছোট

পুষপবিন্যাস শিথিলভাবে ছড়ানো পূর্ণযৌগিক আমেবল (ছাতাকৃতি), ৬-১০ সেমি লম্বা এবং ২.৫-৪.০ সেমি চওড়াইহার অসংখ্য একক কীলক মঞ্জুরী গোলাকার, বাদামী বা খড় বর্ণের এবং ২.০-২.৫ মিমি চওড়া ব্যাস বিশিষ্টফ্যাকাশে সাদা থেকে বাদামী বর্ণের ফল ত্রিকোণী একিন যা ০.৫-১.০ মিমি লমবা এবং ০.৭৫ মিমি চওড়া হয় এবং প্রত্যেক ধারে তিনটি শিরা রয়েছেবীজদ্বারা বংশ বিস্থার করে

কলমিলতা

বৈজ্ঞানিক নাম Impoea aquatica Forssk

কলমিলতা একটি মসৃণ, ব্যাপকভাবে ছড়ানো বহুবর্ষজীবি লতা এবং কান্ডগুলো লতিয়ে চলে অথবা কখনো কখনো কাদার উপর কুন্ডলী পাকিয়ে থাকে, কিন্তুযখন পানিতে ভাসে তখন ফাপা নলের মতকলমিলতার গিঁটসমূহ থেকে শেকড় গজায়পাতাগুলো সরল ৭-১৫ সেমি লম্বা ও প্রায় ৩.৫ সেমি চওড়া এবং সূঁচালো আগাসহ আয়তাকার থেকে গোলাকার পাতার কিনারগুলো সমান বা কিছুটা খাছকাটাবোঁটাগুলো ২.৫-১৫.০ সেমি লম্বা সাদা থেকে ঘিয়া বা বেগুনী বর্ণে মাত্র একটি ফুল পাতার গোড়ায় জন্মে এবং ফুলটি ৫-১৫ সেমি লমবা বোঁটাযুক্ত হয়

ফুল গোলাকার, খোসা দিয়ে ঢাকা এবং প্রায় ১ সেমি লম্বা হয়এর দুটো কক্ষে চারটা বীজ থাকেহালকা বাদামী বর্ণের বীজ প্রায় ৪ মিমি লমবা এবং ৫-৭ মিমি চওড়া, মসৃণ অথবা খাটো, ঘন ও ধূসর বর্ণের লোমযুক্ত হয়বীজ বা গাছ থেকে বংশ বিস্থার হয়ে থাকে

মোরারো ঘাস/ মনা ঘাস

বৈজ্ঞানিক নাম- Ischaemum rugosum  Salisb.

মোরারো ঘাস একটি আগ্রাসী খাড়া বা ছড়ানো গুচ্ছভূক্ত এক বর্ষজীবি ঘাসএটি ০.৬-১.২ মি লম্বা এবং এর দুটো লমবা শুংযুক্ত রেসিম ও শিরাযুক্ত কীলক মঞ্জরী রয়েছে লোমযুক্ত গিঁটসহ কান্ডগুলো বেগুনী বর্ণেরফুল হওয়া কান্ডগুলোর গিঁটে লমবা লোম আছেপাতার ফলকগুলো সরল তলোয়ারাকৃতি১০-৩০ সেমি লম্বা ও ৫-১৩ মিমি চওড়া এবং উভয় পার্শ্বে ছড়ানো লোম আছেলোমশ কিনারসহ সবুজ বা বেগুনী রঙের পাতার খোল ঢিলা থাকে (ছবি ১১২)

পাকার সময় পুষপবিন্যাস ৫-১০ সেমি লম্বা দুটো রেসিমে বিভক্ত হয়হলদে সবুজ কীলক মঞ্জরীগুলো ৬ মিমি লমবা জোড় হিসেবে থাকে যার একটি বোঁটাবিহীন ও অন্যটি ৬ মিমি লমবা বোঁটাযুক্ত হয়শুঙ্গগুলো ১.৫-২.৫ সেমি লম্বা, সরু এবং গোড়ার দিকে কোঁকড়ানোনিচের বর্মপত্রিকাগুলোর ৩-৬টা সুষপষ্ট শিরা রয়েছেফল লালচে বাদামী বর্ণের কেরিওপ্‌সিস, আয়ত তলোযারাকৃতি, আগা সুঁচালো এবং ১.৫-২.৫ মিমি লমবাবীজ দ্বারা বংশ বিস-ার করে

ফুলকা ঘাস

বৈজ্ঞানিক নাম- Leptochloa chinensis (L.) Nees

ফুলকা ঘাস একটি দৃঢ়ভাবে গুচ্ছভূত জলজ বা আধাজলজ একবর্ষ বা স্বল্পজীবী ৩০ সেমি-১.০ মি উচুঁ গাছএদের সাধারণতঃ পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায়দূর্বল থেকে শক্ত কান্ডগুলো শাখাযুক্ত গোড়া থেকে বেরিয়ে আসেপাতা ও ছড়াগুলো কখনো কখনো লালচে থেকে বেগুনী বর্ণের হয় পাতার ফলক চওড়া এবং আগার দিকে সূঁচালো সরল, ১০-৩০ সেমি লম্বা এবং ০.৩-১.০ সেমি চওড়া লিগিউল ১-২ মিমি লম্বা এবং অগভীরভাবে লোমের মত অংশে বিভক্তপুষপবিন্যাসটি একটি ছড়া যার প্রধান শাখা ১০-৪০ সেমি লম্বা হয়

এর ৫-১৫ সেমি লমবা অসংখ্য শাখা-প্রশাখাগুলো সোজা এবং ছড়ানোকীলক মঞ্জরীগুলো ২.৫-৩.৫ মিমি লম্বা যার ৪-৬টি, সচরাচর ৫টি ফুল এবং ০.৫-০.৭ মি মি লম্বা ছোট বোঁটা আছে মঞ্জুরী ধূসর, সবুজ বা লাল বর্ণের হয়ে থাকে ফুল প্রায় ০.৮ মি মি লম্বা গোলাকৃতির কেরিওপ্‌সিস বীজ দ্বারা বংশ বিস্তার করে

পানিকচু

বৈজ্ঞানিক নাম Monochoria Vaginalis (Burm.f.) presl

পানিকচু বা নখা একটি এক বর্ষজীবি, আধাজলজ ৪০-৫০ সেমি লম্বা এবং চওড়া পাতা বিশিষ্ট আগাছাএই এক বীজপত্রী আগাছার খাটো, মাংসল কান্ড এবং খুবই ছোট্ট শেকড় আছে পাতাগুলো উজ্জ্বল গাঢ় সবুজ, আয়তাকার থেকে ডিমবাকৃতি এবং ইহার আগা খুবই তীক্ষ্নগোলাকৃতি গোড়ার দিক ১০-১৫ সেমি লম্বা এবং ৩.৫ সেমি চওড়া বোঁটাগুলো ১০-১২ সেমি লমবা, নরম, ফাঁপা এবং লমবালমিব শিরা-উপশিরাযুক্ত পুষপবিন্যাস একটি ৩-৬ সেমি লমবা ছড়াএতে কয়েকটি নীল বর্ণের প্রায় ১ সেমি লম্বা ফুল থাকে যা পাতার মত একটা আবরণী থেকে বের হয়ফুলের বোঁটাগুলো লমবায় ১ সেমি এর চেয়েও কম

খোসাযুক্ত ঢাকা ফল প্রায় ১ সেমি লম্বা এবং তিন ভাগে বিভক্তবীজগুলো আয়তাকার এবং প্রায় ১ মিমি লম্বাবীজ দ্বারা বংশ বিস্তার করে থাকে

ঝরাধান বা লালধান

বৈজ্ঞানিক নাম- Oryza rufipogon Griff

ঝরাধান বা লালধানকে জংলী ধানও বলা হয়এ ধান চাষাবাদযোগ্য ধানের মতই এবং এর সংগে প্রাকৃতিকভাবে প্রজনন ঘটে থাকেকিন্তু চাষযোগ্য ধানের সংগে বৈসাদৃশ্য এই যে অধিকাংশ ক্ষেত্রেই ধানগুলো পুরোপুরি পাকার আগেই ঝরে পড়ে এবং ছড়া খাড়া থাকেঅবশ্য যেগুলোতে ধান ঝরে পড়ে না সেগুলোর ছড়া নুয়ে পড়েকীলক মঞ্জরীগুলো শুংযুক্ত বা শুংবিহীন হতে পারে এবং শুংয়ের দৈর্ঘ্যের ব্যাপক তারতম্য ঘটেপাকা ধানের খোসাগুলো খড়ের রং বা কালচে হয়চালের বহিরাবরণ রঙিনইহা পাকার সময় ও বীজের বয়স অনুযায়ী তা ধূসর থেকে লাল বর্ণে রূপান্তরিত হয়বীজগুলো মাটিতে বহুদিন সুপ্ত অবস্থায় থাকে, কিন' যদি চাষাবাদযোগ্য ধানের মত কাটা ও ব্যবহার করা যায় তাহলে সুপ্ত অবস্থা ভেংগে দেয়া সমভব

ঝিল মরিচ

বৈজ্ঞানিক নাম Sphenoclea zeylanica Gaertn

ঝিল মরিচ মসৃণ, শক্ত, মাংসল, ফাঁপা, বহু শাখা-প্রশাখা বিশিষ্ট ও  ০.৩-১.৫ মি উঁচু কান্ডসহ একটি খাড়া ও এক বর্ষজীবি চওড়া পাতা আগাছাপাক মেরে সাজানো পাতাগুলো সাধারণ গোলাকার থেকে তলোয়ারাকৃতির, ১০ সেমি লম্বা এবং ৩ সেমি চওড়াপাতাগুলোর আগা চিকন থেকে সূচাকৃতিরপাতার ছোট বোঁটা এবং নিখাঁজ কিনার রয়েছে

সবুজ রঙের, পুষপবিন্যাস ৮ সেমি লম্বা  বোঁটার উপর অবসি'ইহা ৭.৫ সেমি লম্বা  এবং ১২ মিমি চওড়া একটি গিজানো ছড়াগাঢ় সাদা থেকে সবুজ বর্ণের ফূলগুলো প্রায় ২.৫ মিমি লম্বা এবং ২.৫ মিমি চওড়া হয়ে থাকে

ফল একটি গোলাকার বীজকোষ, ৪-৫ মিমি চওড়া ও খাড়াভাবে বিভক্তএর হলদে বাদামী বর্ণের অসংখ্য বীজগুলো ০.৫ মিমি লমবাবীজদ্বারা বংশ বিস্তার করে

কেশুটি

বৈজ্ঞানিক নাম- Ecliptaalba (L.) Hassk

কেশুটি বর্ষজীবী অথবা বহুবর্ষজীবী একটি আগাছাএটি অ্যাস্টারেসী পরিবারের   অনর্-ভূক্তএটি মাটিতে শোয়া অবস্থায় বৃদ্ধি পেয়ে থাকেএ আগাছার পাতা ময়লা সবুজ রঙের ও খসখসে হয়এর পুষপমঞ্জরী সরু ও পেয়ালা আকৃতির, দেখতে মেয়েদের নাকফুলের মতোবৃতির মধ্যে সাদা রঙে ফুল ঘনভাবে সাজানো থাকেপুষপমঞ্জরির এ আলাদা বৈশিষ্ট্য দেখে একে সহজেই সনাক্ত করা যায়মার্চ-এপ্রিলে এর চারা জন্মায় এবং জুন-জুলাইতে পরিপক্ক হয়এরা সাধারণত বীজের মাধ্যমে বংশ বিস্তার করেআউশ ধানের জমিতে এ আগাছার প্রাদুর্ভাব হয়ে থাকেএ আগাছার অভিযোজনের ক্ষমতার গুণে এরা ভিজা ও শুকনা উভয় মাটিতে জন্মাতে পারে এবং উঁচু ও নিচু জমিতে সমানভাবে সহজে বৃদ্ধি পায়অধিক পরিমাণে কেশুটির প্রাদুর্ভাবে ধানের ফলন অনেকাংশে কমিয়ে দিতে পারে

কচুরি পানা

বৈজ্ঞানিক নাম Eichhornia crassipes (Mart.) Solms

কচুরি পানা চড়হঃবফবরধপবধবপরিবারের অর্ন্তভূক্ত একটি বহুবর্ষজীবী বিরু শ্রেণীর জলজ আগাছাএরা পানির উপর ভাসমান অথবা কাদায় শিকড় ঢুকিয়ে পুষ্টি গ্রহণের মাধ্যমে আধাস'লজ আগাছা হিসেবে বেঁচে থাকেএর কান্ড খাটো এবং এতে সেটালন থাকেকালো রঙের লোমযুক্ত সরু শিকড় কান্ডের নিচে গোছার মতো গঠন সৃষ্টি করে পাতার ফলক কিডনির মতো বা গোলাকারপাতার বোঁটা স্ফীত এবং এর উপর ভিত্তি করে কচুরিপানা পানিতে ভেসে থাকতে পারেএরা দ্রুত বংশ বিস্তার করতে পারে একটি গাছ থেকে এক মৌসুমে অসংখ্য গাছ জন্মাতে পারেএদের ফুল সাদা বা নীলাভ বেগুনিপাপড়ির কেন্দ্র হলুদ রঙের আভাযুক্তসাধারণত সেটালনের মাধ্যমে বংশ বিস্তার করেকখনো কখনো বীজের মাধ্যমেও বংশ বিস্তার করেএটি জলী আমন ক্ষেত ছাড়াও নিচু জমিতে আমন ধান ও বোরো ধানের ক্ষতি করতে পারেনতুন পানির সাথে বোনা আমন ধানের জমিতে একবার কচুরি পানা ঢুকে গেলে সেখানে ফসল ফলানো কষ্টকর কচুরি পানা শতকরা প্রায় ৮০ ভাগ পর্যন্ত গভীর পানির ধানের ক্ষতি করতে পারে

টোপাপানা/ক্ষুদেপানা

বৈজ্ঞানিক নাম- Pistia stratiotes L.

টোপাপানা ধপবধব পরিবারের অনর্-ভূক্ত একটি বহুবর্ষজীবী মুক্ত ও ভাসমান জলজ আগাছা এর কান্ড ছোট আকারের এবং পাতা চক্রাকারে বাঁধাকপির পাতার মতো সাজানো অবস্থায় উপন্ন হয়পাতাগুলো মখমলের মতো লোমযুক্ত এবং পাতার নিচের দিকে স্পষ্ট শিরাযুক্তসেটালন হলদে সবুজ রঙের এবং কালো লোমযুক্তপ্রধানত সেটালনের মাধ্যমে বংশ বিস্তার করেএটি জলী আমন ধান ছাড়াও রোপা আমন ধানের ক্ষেতে বেশি পরিমাণে জন্মে ধানের বৃদ্ধিকে প্রভাবিত করে

চেচড়া

বৈজ্ঞানিক নাম -Scripus maritimus L

চেচড়া ঈুঢ়বধপবধব পরিবারের অন্তর্ভূক্ত একটি বর্ষজীবী সেজ জাতীয় আগাছাএটি প্রায় ১.৫ মি পর্যন্ত লম্বা হতে পারেকান্ড খাড়া, মসৃণ ও ত্রিকোণাকারএরা ভিজা ও পানিযুক্ত মাটিতে বেশি পরিমাণ জন্মায়এ আগাছা বোরো ও আমন ধানের জমিতে বেশি পরিমাণে দেখা যায়কখনো কখনো আউশ ধানে এদের পাওয়া যায়তবে এ আগাছা বোরো মৌসুমে সবচেয়ে বেশি হয় এবং ধান ফসলের মারাত্মক ক্ষতি করে থাকে আগাছা জলাবদ্ধতা সহ্য করতে পারেএরা সাধারণত বীজের মাধ্যমে বংশ বিস্তার করেকন্দ এবং সেটালনের মাধ্যমেও এদের বংশবৃদ্ধি ঘটতে পারেএ আগাছা দমন করা বেশ কঠিনজলাবদ্ধ/ভিজা কাদাময় জমিতে এ আগাছা বেশি জন্মাতে দেখা যায়

কাকপায়া ঘাস

বৈজ্ঞানিক নাম- Dactyloctenium aegyptium (L.) Willd..

কাকপায়া একটি বর্ষজীবী ঘাসজাতীয় আগাছা ও চড়ধপবধব পরিবারের অন-র্ভূক্তএটি প্রায় ২০-৪০ সেমি লম্বা হয়এ আগাছার কান্ডের পূর্ব থেকে শিকড় জন্মায়কান্ডে অনেক শাখা-প্রশাখা উপন্নের ফলে এক ধরনের গুচ্ছের সৃষ্টি হয়এর ২-৭টি পুষপছড়া নিয়ে গঠিত পুষপবিন্যাস হাতের আংগুলের মতো বোঁটার আগায় সাজানো থাকে যা দেখতে কাকের পায়ের মতোএটি বোনা আউশ ধানের ব্যাপক ক্ষতি করতে পারেএর কারণে আউশ ধানের শতকরা ১০-৭৫ ভাগ পর্যন্ত ফলন কমে যেতে  পারে

গৈচা

বৈজ্ঞানিক নাম

গৈচা একটি বহুবর্ষজীবী ঘাসজাতীয় আগাছা এবং চড়ধপবধব পরিবারের অন-র্ভূক্তএর কান্ড মাটিতে শোয়া অবস্থায় বৃদ্ধি পায় সবুজ অথবা হালকা খয়েরি রঙের কান্ড বেশ শক্ত হয়  কান্ডের আগায় ৩-৬ সেমি লমবা দুুটি পুষপমঞ্জরী হাতের আঙুলের মতো ছড়ানো থাকেএ দুটি স্পাইক দেখে সহজেই এদেরকে সনাক্ত করা যায়এ ঘাস দেখতে অনেকটা দুর্বা ঘাসের মতো তবে আকারে কিছুটা বড়এটি স্যাঁতস্যাঁতে বা জলাবদ্ধ জমিতে জন্মাতে পারেসাধারণত বীজ ও কান্ডের সাহায্যে বংশ বিস্তার করেএ আগাছা সরাসরি বোনা, ভিজা ও রোপা ধান ক্ষেতে জন্মাতে দেখা যায়এরা ধানের সাথে প্রতিযোগিতা করে শতকরা ২৫ ভাগ পর্যন্ত ফলন কমিয়ে দিতে পারে

দমন ব্যবস্থাপনা

    জৈবসার ও ব্যবহৃত যন্ত্রপাতির সাথে আগাছার বংশ বিস্তারে সক্ষম বীজ ও কন্দ যেন মিশে বা লেগে না থাকে সেদিকে সতর্কতা মুলক ব্যবস্থা গ্রহণ করা উচিত
    অন্তবর্তীকালীন পরিচর্যার মধ্যে উঁচু জমিতে হালকা লাঙল ও আঁচড়া দিয়ে মাটি আলোড়িত করে আগাছা দমন করা যায়এছাড়া কান্ডসহ হাত বা নিড়ানী দিয়ে তুলেও এ আগাছা দমন করা যায়
    ধানের জমিতে পানি জমা রাখা এবং ধান পাকার আগেই রগিং করে আগাছা দমন করা যায়
    আগাছা পরিসকারের সময় কন্দসহ হাত, নিড়ানী বা কাঁচি দিয়ে তুলে হলদে মুথা দমন করা যায়
    কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে এ আগাছা দমন করা যায়
    একই জমিতে বিভিন্ন জাতের ফসল পর্যায়ক্রমে উপন্ন করেও এ আগাছা দমন করা যায়
    বীজ পাকার আগেই এ আগাছা তুলে ফেলা উচি
    আগাছা দমনের জন্য অনুমোদিত আগাছানাশক প্রয়োগ করা

{বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট}








ধানের রোগ

ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ (Bacterial Blight)

রোগের জীবাণু- Xanthomonas oryzae pv. oryzae

এটি ঝলসানো রোগ নামেও পরিচিতপাতাপোড়া রোগের ব্যাকটেরিয়া জীবাণু আক্রান- গাছ বা তার পরিত্যক্ত গোড়া, কুটা ও বীজ এবং আগাছার মধ্যেও থাকতে পারেশিশির, সেচের পানি, বৃষ্টি, বন্যা এবং ঝড়ো হাওয়ার মাধ্যমে এ রোগ ছড়ায়ব্যাকটেরিয়া কোষগুলো একত্রে মিলিত হয়ে ভোরের দিকে হলদে পুঁতির দানার মত গুটিকা সৃষ্টি করে এবং এগুলো শুকিয়ে শক্ত হয়ে পাতার গায়ে লেগে থাকেপরবর্তীকালে পাতার গায়ে লেগে থাকা জলকণা গুটিকাগুলোকে গলিয়ে ফেলে এ রোগের জীবাণু অনায়াসে চারদিকে ছড়িয়ে পড়েএ রোগের ফলে গাছের বিভিন্ন বয়সে তিনটি ভিন্ন ভিন্ন লক্ষণ (ক্রিসেক, পাতা পোড়া ও ফ্যাকাশে হলুদ) দেখা দেয়বীজতলা থেকে চারা তোলার সময় যদি শিকড় ছিড়ে যায় তখন রোপণের সময় ব্যাকটেরিয়া সে ক্ষতের মধ্য দিয়ে গাছের ভিতরে প্রবেশ করেএছাড়া কচি পাতার ক্ষত স্থান দিয়েও প্রবেশ করতে পারে

আক্রান্ত গাছের নিচের পাতা প্রথমে নুয়ে পড়ে এবং শুকিয়ে মারা যায়এভাবে গোছার সকল পাতাই মরে যেতে পারেএ অবস্থাকে ক্রিসেক বা নেতিয়ে পড়া রোগ বলা হয়চারা বা প্রাথমিক কুশি বের হওয়ার সময় গাছের পাতা বা পুরো গাছটি ঢলে পড়েমাঝে মাঝে আক্রমণ প্রবণ জাতের ধানে পাতাগুলো ফ্যাকাশে হলদে রঙের হয়গাছের বয়স্ক পাতাগুলো স্বাভাবিক সবুজ থাকে, কিন্ত কচি পাতাগুলো সমানভাবে ফ্যাকাশে হলদে হয়ে আস্তে স্তে শুকিয়ে মারা যায়পাতা পোড়া রোগের লক্ষণের ক্ষেত্রে প্রথমে পাতার কিনারা অথবা মাঝে নীলাভ সবুজ রঙের জলছাপের মত রেখা দেখা যায়

দাগগুলো পাতার এক প্রান্ত, উভয় প্রান্ত বা ক্ষত পাতার যে কোন জায়গা থেকে শুরু হয়ে আস্তে স্তে সমস্ত পাতাটি ঝলসে বা পুড়ে খড়ের মত হয়ে শুকিয়ে যায়আক্রমণ প্রবণ জাতের ধানে দাগগুলো পাতার খোলের নিচ পর্যন্ত যেতে পারেএক সময়ে সম্পূর্ণ পাতাটি ঝলসে যায় বা পুড়ে খড়ের মত হয়ে শুকিয়ে যায়রোগ সমস্ত জমিতে ছড়িয়ে পড়লে পুড়ে গেছে বলে মনে হয়

সমন্বিত ব্যবস্থাপনা


  • এ রোগ দমনের জন্য বিআর২ (মালা), বিআর৩ (বিপ্লব), বিআর৪ (ব্রিশাইল), বিআর১৪, বিআর১৬, বিআর১৯ (মঙ্গল), বিআর২১ (নিয়ামত), বিআর২৬ (শ্রাবণী), ব্রিধান২৭, ব্রিধান২৮, ব্রিধান২৯, ব্রিধান৩১, ব্রিধান৩২, ব্রিধান৩৭, ব্রিধান৩৮, ব্রিধান ৪০, ব্রিধান৪১, ব্রিধান ৪২, ব্রিধান৪৪, ব্রিধান ৪৫ ও ব্রিধান৪৬ ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতের ধান চাষ করা

  • সুষম মাত্রায় সার প্রয়োগ করুন

  • ক্রিসেক আক্রান্ত গাছ তুলে ফেলে পার্শ্ববর্তী গাছ থেকে কুশি এনে লাগিয়ে  দেয়া

  • আক্রান্ত ক্ষেতের পানি বের করে দিয়ে জমি ভেদে ৭-১০ দিন শুকানো

  • জমি শুকিয়ে নাড়া ক্ষেতে পুড়িয়ে ফেলা

  • আক্রান্ত ক্ষেতে নাইট্রোজেন সার প্রয়োগ না করা

  • আক্রান্ত ক্ষেতে বিঘা প্রতি ৫ কেজি পটাশ সার প্রয়োগ করে মাটিতে ভালভাবে মিশিয়ে দিলে এ রোগের তীব্রতা কমে




পাতার লালচে রেখা রোগ ((Bacterial Leaf Streak)

রোগের জীবাণু- Xanthomonas oryzae pv. oryzaecola

এ রোগ সাধারণতঃ পত্রফলকের মধ্যে সীমাবদ্ধ থাকেপ্রথমে পাতার শিরাসমূহের মধ্যবর্তী স'ানে সরু এবং হালকা দাগ পড়েসূর্যের দিকে ধরলে এ দাগের মধ্য দিয়ে আলো প্রবেশ করে এবং পরিস্কার দেখা যায়আসে- আসে- দাগগুলো বড় হয়ে লালচে রং ধারণ করে এবং পাতার পার্শ্ববর্তী বৃহ শিরার দিকে ছড়াতে থাকেআক্রমণ প্রবণ জাতে ধানের পাতা পুরোটাই লালচে রঙের হয়ে মরে যেতে পারেরোগ বিস্তারের অনুকুল অবস্থায় সারা মাঠ হলদে কমলা রঙের হয়ে যায়এ ব্যাকটেরিয়া গাছে ক্ষত বা পাতার কোষের স্বাভাবিক ছিদ্র পথে প্রবেশ করেপাতা পোড়া রোগের চেয়ে বেশি হলদে গুটিকা পাতার উপর সৃষ্টি হয়বৃষ্টি এবং বাতাস এ রোগ বিস্তারে সাহায্য করে



সমন্বিত ব্যবস্থাপনা

আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ না করা

এক লিটার পানিতে ৩ গ্রাম ব্যাভিষ্টিন গুলে তাতে বীজ এক রাত রেখে শোধন করা

পোকা দ্বারা পাতায় যেন ক্ষতি হতে না পারে সেজন্য জমিতে পোকা দেখা মাত্র কীটনাশক বা অন্য উপায়ে মেরে ফেলা

নাড়া শুকিয়ে জমিতেই পুড়িয়ে ফেলা

এ রোগ প্রতিরোধশীল জাত যেমন বিআর৩ (বিপ্লব), বিআর৪ (ব্রিশাইল), বিআর৯ (সুফলা), বিআর১০ (প্রগতি), বিআর১৪ (গাজী), বিআর১৬ (শাহীবালাম), বিআর২০ (নিজামী), বিআর২১ (নিয়ামত), বিআর২৪ (রহমত), ব্রিধান২৮, ব্রিধান২৯, ব্রিধান৩০, ব্রিধান৩৭, ব্রিধান৩৮, ব্রিধান৪০ব্রিধান৪১, ব্রিধান৪২ ইত্যাদি চাষ করা



গুড়িপঁচা রোগ (Foot rot)

রোগের জীবাণু- Erwinia chrysenthemi rice pathovar

এ রোগ চারা ও কুশি অবস্থায় সাধারনত দেখা যায়গাছের প্রাথমিক অবস্থায় পাতার খোল পঁচে বাদামী রঙের হয়ে যায়রোগের লক্ষণ তাড়াতাড়ি কান্ড, গিঁট এবং গাছের উপরিভাগে ছড়িয়ে পড়েকান্ড নরম হয়ে পঁচে যায় ও সেখান থেকে বেশ দুর্গন্ধ (শামুক পচা গন্ধ) বের হয়বয়স্ক গাছ আক্রান্ত হলে প্রায় সবগুলো কুশি পচে গিয়ে নুয়ে পড়ে অথবা টান দিলে সহজে উঠে আসেগুড়িপঁচা সাধারণতঃ কুশি অবস্থা থেকে ফুল হওয়া অবধি দেখা যায়, কিন' যদি জমি জলমগ্ন থাকে তবে এ রোগ গাছের জীবন চক্রের যে কোন সময় হতে পারে

ব্যবস্থাপনা


  • সেচ নিয়ন্ত্রণ করে জমি মাঝে মধ্যে শুকিয়ে নিলে এ রোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়

  • এ রোগের লক্ষণ কোন একটি গাছে দেখা মাত্র তুলে ফেলা




ব্লাস্ট রোগ (Blast)

রোগের জীবাণু- Pyricularia grisea

এই ছত্রাক জীবাণু ধান গাছের যে কোন অবস্থায় আক্রমণ করতে পারেএ রোগে প্রথমে পত্র ফলকে অতি ছোট ডিম্বাকৃতি দাগ পড়েএ দাগের মাঝামাঝি অংশ প্রশস- হয় এবং দুপ্রান- সরু থাকে যাতে দাগটাকে মনে হয় অনেকটা চোখের মতবড় দাগগুলোর (০-১.৫  ০.৩-০.৫ সেন্টিমিটার) কেন্দ্র ভাগ ধূসর বর্ণের হয়আক্রমণ প্রবণ ধানের পাতা মরে যেতে পারেকিন' প্রতিরোধক জাতের পাতার মধ্যে আলপিনের মাথার মত ছোট বাদামি দাগকে বাদামি দাগ রোগ বলে ভুল হতে পারে

ধানগাছের ব্লাস্ট রোগ কান্ডের গিঁটেও আক্রমণ করতে পারেগিঁট পঁচে গিয়ে কালচে হয় এবং সহজেই ভেঙ্গে যায়ছড়া বা শিষের গোড়া আক্রান- হয়আক্রান- অংশ কালচে হয়ে ভেঙ্গে যেতে পারে যাকে শীষ ব্লাস্ট বলেঅধিক মাত্রায় নাইট্রোজেন সার এবং বাতাসের আর্দ্রতা এ রোগের প্রকোপ বাড়ায়এ ছাড়া রাতে ঠান্ডা, দিনে গরম ও সকালে শিশির পড়া এ রোগের প্রকোপ বাড়ায়মাঠে এ রোগের আক্রমণ ব্যাপক হলে পুড়ে বসে যাওয়ার মত হয়

সমন্বিত ব্যবস্থাপনা


  • রোগমুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করা

  • সুষম মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করা

  • জমিতে সব সময় পানি রাখা

  • ব্লাস্ট প্রতিরোধক জাতের ধান বিআর৩, বিআর৫, বিআর১৪, বিআর১৫, বিআর১৬, বিআর২৫, বিআর২৬ ব্রিধান ২৮, ব্রিধান৩২, ব্রিধান৩৩ ব্রি ধান ৪৪ এবং ব্রি ধান ৪৫ ইত্যাদি চাষ করা




খোলপোড়া রোগ (Sheath blight)

রোগ জীবাণু-  Rhizoctonia solani

এ রোগে প্রাথমিক অবস্থায় পানির উপরিভাগে খোলের উপর পানি ভেজা হালকা সবুজ রঙের দাগ পড়েডিম্বাকৃতি বা বর্তুলাকার এ সব দাগ প্রায় ১ সেন্টিমিটার লম্বা হয় এবং বড় হয়ে দাগগুলো ২-৩ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারেকয়েকটি দাগ পরে একত্রে মিশে যায়প্রত্যেকটি দাগের সীমারেখা এবং রঙের বৈচিত্র্য একটা আক্রান্ত এলাকার বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলেতখন আক্রান্ত খোলটার উপর ছোপ ছোপ দাগ মনে হয়অনুকুল এবং আর্দ্র পরিবেশে আক্রান্ত কান্ডের নিকটবর্তী পাতাগুলোও আক্রান্ত হতে পারেসাধারণতঃ ফুল হওয়া থেকে ধান পাকা পর্যন্ত রোগের লক্ষণ স্পষ্ট দেখা যায়আক্রান্ত জমি মাঝে মাঝে পুড়ে বসে যাওয়ার মত মনে হয় রোগের প্রকোপ বেশি হলে ধান চিটা হয়ে যায়

সমন্বিত ব্যবস্থাপনা

রোগ সহনশীল জাত যেমন বিআর১০, বিআর২২, বিআর২৩, ব্রি ধান৩১ ও ব্রি ধান৩২ চাষ করা যেতে পারে

পরিস্কার পরিচ্ছন্ন চাষ করা

লাঙ্গল দিয়ে জমি চাষ করে শুকিয়ে নিয়ে নাড়া জমিতেই পুড়িয়ে ফেলা

সুষমভাবে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার ব্যবহার করা

ধানের জাত অনুসারে সঠিক দুরত্বে চারা রোপণ করা (তবে ২x২০ সেন্টিমিটার দূরত্বই ভাল)

রোগ দেখার পর ১৫ দিন অন্তর বিঘা প্রতি ৫ কেজি পটাশ দুই কিস্তিতে দিলে ভাল ফল পাওয়া যায়

প্রয়োজনে ছত্রাকনাশক যেমন ফলিকুর এবং কনটাফ ৫০০ মিলি/হেক্টর হারে প্রয়োগ করা

রোগ দেখা দিলে পর্যায়ক্রমে পানি দেয়া ও শুকানো



ভূয়াঝুল বা লক্ষীর গু (False smut)

রোগের জীবাণু- Ustilaginoidea virens

লক্ষীর গু বা ভূয়াঝুল রোগ ধান পাকার সময় দেখা যায়ছত্রাক ধানে চাল হওয়ার শুরুতেই আক্রমণ করে এবং বাড়ন্ত চালকে নষ্ট করে বড় গুটিকা সৃষ্টি করেগুটিকার ভেতরের অংশ হলদে কমলা রং এবং বহিরাবরণ সবুজ অথবা কাল হয়কচি গুটিকাগুলো ১ সেমি এবং পরিপক্ক অবস্থায় আরও বড় আকারের হতে পারেএক রকমের আঠা জাতীয় পদার্থ থাকার জন্য গুটিকা থেকে ক্ল্যামাইডোস্পোর জাতীয় অনুবীজ সহজে বের হয় নাসাধারণত: কোন শীষে কয়েকটা ধানের বেশী আক্রমণ হতে দেখা যায় না

সমন্বিত ব্যবস্থাপনা

আক্রান্ত গাছ বা শীষ তুলে ফেলা এ রোগ দমনের সবচেয়ে ভাল উপায়

পূর্বের ন্যায় বীজ শোধন দ্বারাও এ রোগ দমন করা যায়

সুস্থ গাছ হতে বীজ সংগ্রহ করে পরবর্তী মৌসুমে বপন করেও এ রোগ দমন করা যায়



বাদামীদাগ রোগ (Brown spot)

রোগের জীবাণু - Bipolaris oryzae

এ রোগের সবচেয়ে স্পষ্ট লক্ষণ পাতায় এবং বীজের খোসায় দেখা যায়প্রথমে পাতার বৈশিষ্ট্যগত দাগগুলো ডিম্বাকৃতি এবং আকারে ও আকৃতিতে তিল বীজের মত হয়দাগগুলো আকৃতিতে প্রায় অনেকটা একই রকমের এবং পাতার সমস্ত অংশ জুড়েই সমানভাবে দেখা যায়নতুন দাগগুলো ছোট ০.০৫ থেকে ০.১ সেমি পরিধি বিশিষ্ট গোলাকার এবং সাধারণতঃ গাঢ় বাদামী রঙের হয়বয়স্ক দাগ ০.৪-১ সেমি x ০.০১-০.২ সেমি আকারের এবং বাদামী রঙের হয়অধিকাংশ দাগের কিনারা হালকা বাদামী রঙের হয়দাগগুলো বড় হয় এবং সরু বাদামী দাগের মত লম্বা হয় নাব্লাস্টের দাগের যেমন কেন্দ্র বেশীর ভাগ ধূসর বা সাদা হয় বাদামী দাগ রোগের কেন্দ্র ভাগের অধিকাংশই থাকে বাদামী রঙেরবেলে জাতীয় মাটিতে এবং যে মাটিতে নাইট্রোজেন ও পটাশ সার কম সে সব জমিতে এ রোগ বেশী হয়

সমন্বিত ব্যবস্থাপনা


  • জমিতে পটাশ, স্তা ইত্যাদির অভাব থাকলে তা পূরণ করা

  • সুষম মাত্রায় সার ব্যবহার করা

  • সুস' গাছ থেকে বীজ সংগ্রহ করা

  • থায়োফানেট মিথাইল নামক কার্যকরী উপদান বিশিষ্ট ছত্রাকনাশক দ্বারা বীজ শোধন করা

  • বীজতলা বা জমি সব সময় ভেজা বা স্যাঁতসেঁতে রাখা

  • জমিতে জৈব সার প্রয়োগ করা




সরু বাদামী দাগ রোগ (Narrow brown spot)

রোগ জীবাণু- Cercospora oryzae

এ রোগের ফলে পাতার মধ্যে ছোট, সরু ও চিকন লম্বা-লম্বি বাদামী দাগ দেখা যায় (ছবি ৮৬)এ ছাড়াও পাতার খোলে, বীজের বোঁটায় এবং ধানের তুষের উপর এ রোগের লক্ষণ দেখা যেতে পারেলম্বা দাগগুলো পাতার শিরার সমান্তরালে থাকেএ দাগগুলো সাধারণতঃ ২-১০ মিলিমিটার লম্বা এবং ১ মিলিমিটার চওড়া হয়কিন্ত আক্রমণ প্রবণ জাতের ধানে দাগগুলো অপেক্ষাকৃত মোটা হালকা বাদামী রঙের হয়দাগের কেন্দ্রটা হালকা রঙের এবং সরুসাধারণতঃ এই বাদামী দাগ লাল বাদামী এবং দাগের কিনারা হালকা রঙের হয়ে থাকে

সমন্বিত ব্যবস্থাপনা


  • আক্রান্ত জমি  থেকে বীজ সংগ্রহ না করা

  • সুষম পরিমিতভাবে সার ব্যবহারে এ রোগ আয়ত্বে রাখা যায়




কান্ড পঁচা রোগ (Stem rot)

রোগের জীবাণু- Sclerotium oryzae

এ রোগের ছত্রাক সাধারণতঃ জমির পানির উপরের তল বরাবর কুশির বাইরের দিকের খোলে আক্রমণ করে রোগ সৃষ্টি করেপ্রথমে গাছের বাইরের খোলে কালচে গাঢ়, অনিয়মিত দাগ পড়ে এবং আস্তে স্তে বড় হয়পরে ছত্রাক গাছের কান্ডের ভেতরে ঢুকে পড়ে এবং পচিয়ে ফেলেযার ফলে গাছ হেলে ভেঙ্গে পড়ে এবং ধান চিটা ও অপুষ্ট হয়

সমন্বিত ব্যবস্থাপনা


  • জমি শুকিয়ে নাড়া পোড়ানো

  • মাঝে মাঝে রোপা জমি থেকে পানি সরিয়ে জমি শুকানো

  • ঘন করে চারা না লাগানো

  • সুষম সার ব্যবহার করা

  • এ রোগের প্রতি কিছুটা সহনশীল জাতের ধান যেমন- বিআর ১১, বিআর ১৪, বিআর২৯, ব্রিধান ৩০, ব্রিধান ৩১, ব্রিধান ৪০, ব্রিধান ৪২, ব্রিধান ৪৪, ব্রিধান ৪৫, ব্রিধান ৪৬, ব্রিধান ৪৭ ইত্যাদির চাষ করা

  • হেক্টর প্রতি ২.২৫ কেজি থায়োফানেট মিথাইল নামক কার্যকরী উপাদান বিশিষ্ট ছত্রাকনাশক ৫০০ লিটার পানিতে মিশিয়ে সেপ্র করা




খোলপঁচা রোগ Sheath rot)

রোগ জীবাণু- Sarocladium oryzae

এ রোগ ধান গাছে থোড় হওয়ার শেষ পর্যায়ে এবং সর্বোপরি খোল অর্থা যে খোল শীষকে আবৃত করে রাখে সেই খোলে হয়দাগটা প্রথমতঃ গোলাকার বা অনিয়মিত এবং আকারে ০.৫-১.৫ সে মি লম্বা হয়কেন্দ্র ধূসর এবং কিনারা বাদামী রঙের অথবা দাগটা ধূসর বাদামী রঙের হতে পারেদাগগুলো একত্রে হয়ে বড় হয় এবং সম্পূর্ণ খোলেই ছড়াতে পারেআক্রমণ বেশী হলে শীষ বা ছড়া আংশিক বের হয়শীষ আবৃত খোল পঁচে যায় এবং সাদা রঙের ছত্রাক খোলের উপর মাঝে মাঝে দেখা যায়আংশিক বের হওয়া শীষে খুব কম সংখ্যক ধান পুষ্ট হয়সাধারণতঃ আক্রান্ত গাছের নীচের দিকে মাজরা পোকার আক্রমণ বা অন্য কোন আঘাত বা ক্ষত দেখা যায়

সমন্বিত ব্যবস্থাপনা

সুস্থবীজ ব্যবহার করা

খড়কুটা জমিতে পুড়িয়ে ফেলা

ইউরিয়া সারের ব্যবহার পরিমিত রাখা

বীজ শোধন করা



পাতার ফোস্কাপড়া রোগ (Leaf scald)

রোগের জীবাণু- Macrodochium oryzae

পাতার ফোস্কাপড়া একটি বীজবাহিত রোগএ রোগের লক্ষণ সাধারণত বয়স্ক পাতার আগায় দেখা যায় (ছবি ৯১)মাঝে মাঝে পাতার মাঝখানে বা কিনারেও হতে পারে (ছবি ৯২)দাগ দেখতে অনেকটা জল ছাপের মত মনে হয় এবং বড় হয়ে অনেকটা ডিম্বাকৃতি বা আয়তাকার এবং জলপাই রঙের মত মনে হয়দাগের ভেতর গাঢ় বাদামী চওড়া রেখা এবং হালকা বাদামী রেখা পর পর বেস্টন করে থাকেতাতে কিছুটা ডোরাকাটা দাগের মত মনে হয়বেশী আক্রমণে পাতা শুকিয়ে খড়ের রঙের মত হয় এবং দাগের কিনারা হালকা বাদামী এলাকার মত দেখা যায়দাগের ক্রমাগত বৃদ্ধি পুরো পাতাতেই ছড়াতে পারেপাতার ফোস্কাপড়া রোগ চেনার সহজ উপায় হলো আক্রান্ত পাতা কেটে স্বচ্ছ পানিতে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখলে যদি পুঁজ বা দুধ জাতীয় পদার্থ কাটা অংশ থেকে বের হয় তবে বুঝতে হবে একা ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগআর যদি কোন কিছু বের না হয় তবে সেটা পাতার ফোস্কা রোগ



সমন্বিত ব্যবস্থাপনা


  • সুস্থবীজ ব্যবহার করা

  • পরিমিত মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করা

  • বীজশোধন করা

  • নাড়া জমিতে পুড়িয়ে ফেলা




টুংরো রোগ (Tungro)

রোগের কারণ-Tungro virus

এশিয়া মহাদেশের উঞ্চ অঞ্চলে টুংরোই সবচেয়ে প্রধান ভাইরাস রোগবাংলাদেশে প্রায় ২/৩ বছর পর পর বিস-ীর্ণ এলাকা জুড়ে রোগটি দেখা দেয় এবং এতে প্রচুর ফলন কমে যায়।। কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর জেলায় টুংরোর প্রাদুর্ভাব হয়ে আসছেএ রোগ হলে ধান গাছের বাড়তি কমে যায় এবং কুশি কম হয়আক্রান্ত পাতা ও পাতার খোল খাটো হয়কচি পাতাগুলো পুরাতন পাতার খোলের মধ্যে আটকে থাকেনুতন পাতা খাটো ও চওড়া হয় এবং মোচড় খেয়ে যায়এসব কারণে গাছ বাড়তে পারে নাআক্রান্ত পাতা প্রথমে হালকা হলুদ এবং পরে গাঢ় হলুদ থেকে কমলা বর্ণের হয়ে যায়ধানের জাত বিশেষ পাতার রং ভিন্ন ভিন্ন হয়ে থাকেপাতা ও কান্ডের মধ্যবর্তী কোন বেড়ে যায়আক্রান্ত ধান গাছ পাকা পর্যন্ত বাঁচতে পারে তবে আক্রমণ তীব্র হলে গাছগুলো শুকিয়ে মরার মত হয়ে যায়হালকাভাবে আক্রান্ত গাছ বেঁচে থাকে তবে তাতে ২-৩ সপ্তাহ পর ফুল আসে এবং ফলন অনেক কম হয়এসব গাছে ধানের ছড়া আংশিক বের হয়, দানাগুলো কালো ও অপুষ্ট হয়দেরীতে আক্রান্ত গাছে ধান পাকা পর্যন্ত রোগের লক্ষণ অনেক ক্ষেত্রে ম্লান হয়ে যায়টুংরো আক্রান্ত ধান গাছ কাটার পর তার মুড়ি ধানেও রোগের লক্ষণ প্রকাশ পায়

সবুজ পাতাফড়িং টুংরো রোগ ছড়ায়বীজতলাতেই প্রথম আক্রমণ শুরু হয়সবুজ পাতাফড়িং বীজতলার চারাতে ভাইরাস সঞ্চালন করেএসব চারা রোপণ করার কিছুদিন পরই তাতে রোগের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায়অনেক সময় বীজতলাতেই টুংরো আক্রমণে হলুদ বর্ণের চারা দেখা যায়রোপণের পর কুশি বৃদ্ধি অবস্থায় ক্ষেতে বাহক পোকা থাকলে নুতন নুতন গাছে লক্ষণ প্রকাশ পায়তাই বীজতলায় এবং কুশি বৃদ্ধি অবস্থায় সবুজ পাতাফড়িং দেখা মাত্র দমন করতে হবেটুংরো রোগের বিশেষ লক্ষণ হলো ক্ষেতের সব গাছেই এক সংগে আক্রমণ হয় নাবরং বিক্ষিপ্তভাবে কিছু কিছু গাছে প্রথমে হলুদ হয়ে আস্তে স্তে মরে যায়

সমন্বিত ব্যবস্থাপনা

রোগ সহনশীল জাত যেমন বিআর২২ বিআর২৩, ব্রিধান২৭, ব্রিধান৩১ ও ব্রিধান৪১ ইত্যাদি চাষ করা

হাত জাল দিয়ে বা অনুমোদিত কীটনাশক প্রয়োগ করে সবুজ পাতাফড়িং দমন করতে হবেআলোক ফাঁদ ব্যবহার করে সবুজ পাতাফড়িং মেরে ফেলা যায়

টুংরো আক্রান্ত জমির আশে পাশে  বীজতলা করা থেকে বিরত থাকতে হবে,

আড়ালি ঘাস, বাওয়া ধান নিধন করতে হবে



হলদে বামন (Yellow dwarf)

রোগের কারণ- মাইকোপ্লাজমা

আক্রান্ত গাছে নতুন প্রসারিত পাতা হলদে বা পাংশু রঙের হয়পাতার রং হলদে সবুজ থেকে সাদাটে সবুজ অথবা ফ্যাকাশে হলদে হতে পারেরোগ বৃদ্ধির সাথে সাথে আক্রান্ত গাছ বিবর্ণ হয়গাছ খুব খাটো এবং অত্যধিক কুশি হয়পাতাগুলো নরম হয়ে ঝুলে পড়েআক্রান্ত গাছ মরে যেতে পারে অথবা ধান পাকা পর্যন্ত বাঁচতেও পারেআক্রান্ত গাছে খুব কম ছড়া হয়বয়স্ক গাছ আক্রান্ত হলে লক্ষন বলা যায় না, কিন্ত পরবর্তীতে কাটার পর গোড়া থেকে গজানো গাছে লক্ষণ ভালভাবে প্রকাশ পায়

হলদে বামন সংঘটক মাইকোপ্লাজমা সবুজ পাতাফড়িং দ্বারা ছড়ায়যতদিন জীবিত থাকে বাহক পোকা এ ভাইরাসকে শরীরে ধারণ করতে এবং সুস্থগাছ খেয়ে রোগ ছড়াতে পারে, কিন্ত বাহক পোকা এ রোগ বংশ পরস্পরায় ছড়ায় না

দমন ব্যবস্থাপনা

এ রোগের দমন ব্যবস্থা হিসেবেও টুংরো রোগের অনুরূপ সবুজ পাতাফড়িং দমন করা উচিত



উফরা রোগ (Ufra)

রোগের জীবাণু- Detylanchus angustus

পানি ও মাটি দ্বারা পরিবাহিত এ কৃমি গাছের উপরের অংশ আক্রমণ করেএ কৃমি ধান গাছের পাতায় কচি অংশের রস শুষে খায়, ফলে প্রথমত পাতার গোড়ায় সাদা ছিটা-ফোটা দাগের মত দেখায়সাদা দাগ ক্রমে বাদামী রঙের হয় এবং পরে এ দাগ বেড়ে সম্পূর্ণ পাতাটাই শুকিয়ে ফেলে  অধিকাংশ ছড়াই মোচড় খেয়ে যায় ও ধান চিটা হয়কোন কোন ছড়া মোটেই বের হয় নাএ রোগের জীবাণু জল স্রোতের সাথে এক জমি থেকে অন্য জমিতে যায়বিশেষতঃ জলী আমন ধানে এরূপ হয়ে থাকে

দমন ব্যবস্থাপনা

মৌসুম শেষে চাষ দিয়ে জমি ও নাড়া শুকাতে হবে

নাড়া জমিতেই পোড়াতে হবে

জলী আমন ধান দেরীতে বুনলে এ রোগ কম হয়

শস্য পর্যায়ে ধান ছাড়া অন্য ফসল করা উচিত

প্রাথমিক অবস্থায় আক্রমণ শুরু হলে আগা ছেটে দেয়ো যেতে পারে

বীজতলা এবং মূলজমিতে এ রোগ দেখা দিলে বিঘা প্রতি ২.৫-৩.০ কেজি হারে ফুরাডান অথবা কুরাটার ছিটিয়ে দিলে ভাল ফল পাওয়া যায়



শিকড় গিঁট (Root knot)

রোগের জীবাণু- Meloidogyne graminicola|

এ রোগ সাধারণত: বীজতলায় এবং বোনা আউশ ক্ষেতে চারা অবস্থায় দেখা যায়এই কৃমি ধান গাছের প্রাথমিক অবস্থায় শুকনো মাটিতে গাছের শিকড়ে আক্রমণ করেআক্রান্ত গাছ বেঁটে, পাতা হলদে এবং শুকিয়ে যেতে থাকেআক্রান্ত গাছের শিকড়ের মধ্যে গিঁট দেখা যায়গাছ বাড়তে পারে না এবং দুর্বল হয়

সমন্বিত ব্যবস্থাপনা


  • আক্রান্ত বীজতলা বা জমি পানিতে ডুবিয়ে রাখলে আক্রমণ প্রকোপ কমানো যায়

  • চাষাবাদে শষ্যক্রমে পরিবর্তন আনা

  • বীজতলা বা আউশ ক্ষেতে বিঘা প্রতি ২.৫-৩.০০ কেজি ফুরাডান অথবা কুরাটার ছিটিয়ে দেওয়া




বাকানী বা গোড়াপঁচা রোগ (Bakanae)

রোগের জীবাণু- Fusarium moniliformae

এটি একটি বীজবাহিত রোগএ রোগের সবচেস্পষ্ট লক্ষণ হলো আক্রান্ত চারা স্বাভাবিক চারার চেয়ে প্রায় দ্বিগুন লম্বা হয় এবং আক্রান্ত চারার পাতা হলদে সবুজ হয়আক্রান্ত চারাগুলো বেশী দিন বাঁচে নাআক্রান্ত গাছের কুশি লিকলিকে হয়এদের ফ্যাকাশে সবুজ পাতা অন্যান্য গাছের উপর দিয়ে দেখা যায় এবং নীচের দিকে গিঁটে অস্থানিক শিকড়ও দেখা যেতে পারেআক্রান্ত গাছ যদি কোন রকমে বাঁচে তবে সেগুলো থেকে চিটা ধান হয়অধিক মাত্রায় নাইট্রোজেন সার ব্যবহার এবং ৩০-৩৫০ সেন্টিগ্রেড তাপমাত্রা এ রোগের অনুকুল পরিবেশ সৃষ্টি করে

সমন্বিত ব্যবস্থাপনা


  • ব্যাভিষ্টিন অথবা নোইন নামক ছত্রাকনাশক ৩ গ্রাম ১ লিটার পানিতে গুলে বীজ এক রাত ভিজিয়ে রাখা

  • একই জমি বীজতলার জন্য ব্যবহার না করা

  • আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলা

  • কিছুটা প্রতিরোধ সম্পন্ন ধানের জাত যেমন- বিআর ১৪, ব্রিধান ১৮, ব্রিধান ৪২, ব্রিধান ৪৪ ও ব্রিধান ৪৫ এর চাষ করা
  • বীজতলা আর্দ্র বা ভিজে রাখা